আব্বাসিয় খলিফা কাদির বিল্লাহ কোন্ সুলতানকে 'আমিন-উল-মিল্লাত' উপাধিতে ভূষিত করেন?
A
সুলতান মাহমুদ
B
সুলতান নূহ-বিন- মানসুর
C
সুলতান মাসুদ
D
সুলতান মওদুদ
উত্তরের বিবরণ
সুলতান মাহমুদ গজনভি ছিলেন গজনির আমির সবক্তুগীনের পুত্র এবং গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা আলপ্তগীনের ক্রীতদাস ও জামাতা।
মূল ধারণাসমূহ—
-
তিনি ৯৯৭ খ্রিস্টাব্দে গজনীর সিংহাসনে আরোহণ করেন এবং পরবর্তীতে গজনি সাম্রাজ্যকে একটি শক্তিশালী ইসলামী সাম্রাজ্যে রূপ দেন।
-
তাঁর শাসনামলে গজনি রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়।
-
বাগদাদের খলিফা কাদির বিল্লাহ তাঁর অবদানে সন্তুষ্ট হয়ে তাঁকে “ইয়ামিন-উদ-দৌলা” (রাষ্ট্রের ডান হাত) এবং “আমিন-উল-মিল্লাত” (ধর্মের রক্ষক) উপাধিতে ভূষিত করেন।
-
সুলতান মাহমুদ ছিলেন ইসলামের এক প্রতাপশালী শাসক ও প্রচারক, যিনি ভারতবর্ষে একাধিক অভিযান পরিচালনা করে ইসলামী প্রভাব বিস্তার করেন।

0
Updated: 18 hours ago
কোন্ খলিফার শাসনামলে কুরআন সংকলিত হয়?
Created: 17 hours ago
A
হযরত আবু বকর (রাঃ)
B
হযরত উমর (রাঃ)
C
হযরত ওসমান (রাঃ)
D
হযরত আলী (রাঃ)
ভণ্ড নবীদের মধ্যে সর্বাধিক শক্তিশালী ছিলেন মুসায়লামা আল-কজ্জাব, যিনি নিজেকে নবী দাবি করে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
মূল ধারণাসমূহ—
-
প্রথমে ইকরামা (রা.) ও শুরাহবিল (রা.)-কে তাঁর বিরুদ্ধে প্রেরণ করা হলেও তাঁরা সফল হতে পারেননি।
-
পরবর্তীতে ৬৩৩ খ্রিস্টাব্দে খালিদ বিন ওয়ালিদ (রা.) তাঁর নেতৃত্বে পরিচালিত ইয়ামামার যুদ্ধে মুসায়লামাকে পরাজিত ও হত্যা করেন।
-
এ যুদ্ধে প্রায় ৩০০ থেকে ৭০ জন হাফেজে কুরআন শহিদ হন, যা ইসলামী ইতিহাসে গভীর শোকের কারণ হয়।
-
এই ঘটনার পর হযরত ওমর (রা.)-এর পরামর্শে, খলিফা আবু বকর (রা.) সাহাবি যায়েদ বিন সাবিত (রা.)-কে কুরআন সংকলনের দায়িত্ব অর্পণ করেন।
-
এর মাধ্যমেই কুরআন প্রথমবারের মতো একটি সংকলিত রূপে সংরক্ষিত হয়, যা ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায়।

0
Updated: 17 hours ago
শহীদদের মঞ্চ' নামে খাত কোন্ যুদ্ধ?
Created: 17 hours ago
A
ইয়ামামার যুদ্ধ
B
টুরসের যুদ্ধ
C
তোস্তার যুদ্ধ
D
ওয়াদিলাক্কোর যুদ্ধ
৭৩১ খ্রিস্টাব্দে, স্পেনে দীর্ঘ ছয় বছরের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খলিফা হিশাম আব্দুর রহমান আল-গাফিকীকে স্পেনে প্রেরণ করেন।
মূল ধারণাসমূহ—
-
স্পেনের স্থানীয় শাসক ইউডিজ, ফ্রান্সের ফ্র্যাঙ্ক রাজা চার্লস মার্টেল-এর সহায়তা নিয়ে আব্দুর রহমানের অগ্রযাত্রা রোধের চেষ্টা করেন।
-
এর ফলেই ৭৩২ খ্রিস্টাব্দে টুরসের যুদ্ধ (Battle of Tours) সংঘটিত হয়।
-
এই যুদ্ধে আব্দুর রহমান আল-গাফিকী শহিদ হন, যদিও তাঁর নেতৃত্বে মুসলমানরা বীরত্বপূর্ণ সংগ্রাম চালায়।
-
ইসলামী ইতিহাসে এই যুদ্ধটি পরিচিত “বালাত উশ-শুহাদা” (Balat al-Shuhada) নামে, যার অর্থ “শহিদদের মঞ্চ”।
-
এই যুদ্ধ ইউরোপে ইসলামী অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে বিবেচিত।

0
Updated: 17 hours ago
মুসলিমদের সিন্দু বিজয়ের পূর্বে সেখানকার হিন্দু রাজার নাম কি ছিল?
Created: 17 hours ago
A
রাজা চাণক্য
B
রাজা বীরবল
C
রাজা দাহির
D
রাজা প্রতাপাদিত্য
হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অঞ্চলে ইসলামী শাসন বিস্তারের উদ্দেশ্যে একাধিক অভিযান পরিচালনা করেন।
মূল ধারণাসমূহ—
-
৭১০ খ্রিস্টাব্দে, তিনি প্রথমে সেনাপতি ওবায়দুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে দুটি অভিযান পাঠান, কিন্তু উভয়ই ব্যর্থ হয়।
-
পরবর্তীতে তিনি মাত্র ১৭ বছর বয়সী ভ্রাতুষ্পুত্র ও জামাতা মুহাম্মদ বিন কাসিম-এর নেতৃত্বে নতুন অভিযান পাঠান।
-
৭১২ খ্রিস্টাব্দে, মুহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু অঞ্চল বিজয় করেন, যার মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলামী শাসনের সূচনা ঘটে।
-
এই বিজয়ের ফলে সিন্ধু ও মুলতান অঞ্চল ইসলামী সংস্কৃতি ও প্রশাসনের আওতায় আসে, যা পরবর্তীতে ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে।

0
Updated: 17 hours ago