খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় কোন্ মতবাদের উদ্ভব হয়?
A
আশআরী
B
মুতাজিলা
C
মুরজিয়া
D
খারেজী
উত্তরের বিবরণ
মুতাযিলা (Mu‘tazila) ছিল ইসলামের ইতিহাসে একটি যুক্তিবাদী ও দার্শনিক চিন্তাধারার সম্প্রদায়, যারা ধর্মীয় বিষয়গুলোকে যুক্তি ও বুদ্ধির আলোকে বিশ্লেষণ করার পক্ষে ছিল।
মূল ধারণাসমূহ—
-
মুতাযিলারা বিশ্বাস করতেন, বুদ্ধিই সত্য ও মিথ্যা নির্ধারণের মূল মানদণ্ড।
-
তারা মানব স্বাধীন ইচ্ছা (Free Will)-এর পক্ষপাতী এবং নিয়তিবাদের (Fatalism) বিরোধী ছিল।
-
আব্বাসীয় খলিফা আল-মামুন (খলিফা: ৮১৩–৮৩৩ খ্রি.) এই মতবাদকে রাজধর্ম হিসেবে স্বীকৃতি দেন।
-
আল-মামুনের শাসনামলে মুতাযিলা মতবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং বৈজ্ঞানিক ও দার্শনিক গবেষণার উন্মেষ ঘটে।
-
এই কারণে তাঁর যুগকে ইসলামী সভ্যতার জ্ঞানচর্চার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 18 hours ago
মুসলিমদের সিন্দু বিজয়ের পূর্বে সেখানকার হিন্দু রাজার নাম কি ছিল?
Created: 17 hours ago
A
রাজা চাণক্য
B
রাজা বীরবল
C
রাজা দাহির
D
রাজা প্রতাপাদিত্য
হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অঞ্চলে ইসলামী শাসন বিস্তারের উদ্দেশ্যে একাধিক অভিযান পরিচালনা করেন।
মূল ধারণাসমূহ—
-
৭১০ খ্রিস্টাব্দে, তিনি প্রথমে সেনাপতি ওবায়দুল্লাহ ও বুদাইলের নেতৃত্বে দুটি অভিযান পাঠান, কিন্তু উভয়ই ব্যর্থ হয়।
-
পরবর্তীতে তিনি মাত্র ১৭ বছর বয়সী ভ্রাতুষ্পুত্র ও জামাতা মুহাম্মদ বিন কাসিম-এর নেতৃত্বে নতুন অভিযান পাঠান।
-
৭১২ খ্রিস্টাব্দে, মুহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু অঞ্চল বিজয় করেন, যার মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলামী শাসনের সূচনা ঘটে।
-
এই বিজয়ের ফলে সিন্ধু ও মুলতান অঞ্চল ইসলামী সংস্কৃতি ও প্রশাসনের আওতায় আসে, যা পরবর্তীতে ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে।

0
Updated: 17 hours ago
আরবের গোত্রপতি বাঁচাইয়ের পদ্ধতি ছিল?
Created: 18 hours ago
A
জন্ম সূত্রে
B
বিত্তশালী হওয়া
C
গোত্রীয় ঐকমত্য
D
পেশীশক্তি
আরবের গোত্রভিত্তিক শাসনব্যবস্থায় প্রতিটি গোত্রের নেতৃত্ব দিতেন একজন গোত্রীয় প্রধান বা শায়খ। তিনি গোত্রের সামাজিক, রাজনৈতিক ও বিচারকার্য পরিচালনা করতেন।
মূল ধারণাসমূহ—
-
প্রতিটি গোত্রে ‘শায়খ’ নামে একজন দলপতি বা নেতা নিযুক্ত থাকতেন।
-
বয়স, বিচারবুদ্ধি, সাহস, অর্থনৈতিক অবস্থান ও অভিজ্ঞতা যাচাই করে গোত্রীয় ঐকমত্য বা গণতান্ত্রিক পদ্ধতিতে শায়খ নির্বাচিত হতেন।
-
শায়খের নেতৃত্ব স্থায়ী ছিল না; গোত্রীয় সিদ্ধান্ত বা নতুন নির্বাচনের মাধ্যমে তাঁকে পরিবর্তন করা যেত।
-
এই শাসনব্যবস্থা ছিল মূলত গোত্রকেন্দ্রিক ও পরামর্শভিত্তিক, যা আরব সমাজে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখত।

0
Updated: 18 hours ago
কোন্ খলিফার শাসনামলে কুরআন সংকলিত হয়?
Created: 17 hours ago
A
হযরত আবু বকর (রাঃ)
B
হযরত উমর (রাঃ)
C
হযরত ওসমান (রাঃ)
D
হযরত আলী (রাঃ)
ভণ্ড নবীদের মধ্যে সর্বাধিক শক্তিশালী ছিলেন মুসায়লামা আল-কজ্জাব, যিনি নিজেকে নবী দাবি করে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
মূল ধারণাসমূহ—
-
প্রথমে ইকরামা (রা.) ও শুরাহবিল (রা.)-কে তাঁর বিরুদ্ধে প্রেরণ করা হলেও তাঁরা সফল হতে পারেননি।
-
পরবর্তীতে ৬৩৩ খ্রিস্টাব্দে খালিদ বিন ওয়ালিদ (রা.) তাঁর নেতৃত্বে পরিচালিত ইয়ামামার যুদ্ধে মুসায়লামাকে পরাজিত ও হত্যা করেন।
-
এ যুদ্ধে প্রায় ৩০০ থেকে ৭০ জন হাফেজে কুরআন শহিদ হন, যা ইসলামী ইতিহাসে গভীর শোকের কারণ হয়।
-
এই ঘটনার পর হযরত ওমর (রা.)-এর পরামর্শে, খলিফা আবু বকর (রা.) সাহাবি যায়েদ বিন সাবিত (রা.)-কে কুরআন সংকলনের দায়িত্ব অর্পণ করেন।
-
এর মাধ্যমেই কুরআন প্রথমবারের মতো একটি সংকলিত রূপে সংরক্ষিত হয়, যা ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অধ্যায়।

0
Updated: 17 hours ago