মালিক গাজী মোট কতবার মোঙ্গল আক্রমন প্রতিহত করেন?

A

১৭ বার

B

২৯ বার

C

২৭ বার

D

১৩ বার

উত্তরের বিবরণ

img

গিয়াসউদ্দিন তুঘলক প্রথম জীবনে একজন সাধারণ সৈনিক ছিলেন, কিন্তু নিজের মেধা, প্রতিভা, দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে উচ্চপদে উন্নীত হন।

মূল ধারণাসমূহ—

  • তিনি সুলতান আলাউদ্দিন খলজির অধীনে “সেনাবাহিনীর প্রধান রক্ষক” পদে নিযুক্ত হন।

  • ১৩০৫ খ্রিস্টাব্দে, সুলতান তাঁকে পাঞ্জাবের দীপালপুর অঞ্চলের শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন।

  • তাঁর শাসনকালে উত্তর-পশ্চিম সীমান্তে প্রায় ২৯ বার মঙ্গোল আক্রমণ সংঘটিত হয়, যা তিনি সফলভাবে প্রতিহত করেন।

  • এই সাহস ও দক্ষতায় মুগ্ধ হয়ে আলাউদ্দিন খলজি তাঁকে “মালিক উল গাজি” বা “গাজি মালিক” উপাধি প্রদান করেন।

  • পরবর্তীতে গিয়াসউদ্দিন তুঘলক নিজের কৃতিত্ব ও যোগ্যতার বলেই তুঘলক বংশের প্রতিষ্ঠাতা সুলতান হন।

Unfavorite

0

Updated: 18 hours ago

Related MCQ

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD