আফগান জাতীয় আন্দোলন ও পুনর্জাগরনের নেতা কে ছিলেন?
A
তাজ খান
B
শের খান
C
দাউদ খান
D
সুলায়মান খান
উত্তরের বিবরণ
কনৌজের যুদ্ধে মোগল সম্রাট হুমায়ুন শেরশাহ সুওরির কাছে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হন।
মূল ধারণাসমূহ—
-
এই পরাজয়ের ফলে জহিরউদ্দিন মুহাম্মদ বাবর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতে মোগল বংশের সাময়িক পতন ঘটে।
-
বিজয়ের পর শেরশাহ সুওরি ভারতে শূর শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন।
-
তাঁর শাসনামলে পুনরায় আফগান আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে তিনি একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার গঠন করেন।
-
শেরশাহের এই বিজয় ভারতীয় ইতিহাসে মোগল শাসনের প্রথম বড় বিপর্যয় হিসেবে বিবেচিত হয়।

0
Updated: 18 hours ago
আব্বাসিয় খলিফা কাদির বিল্লাহ কোন্ সুলতানকে 'আমিন-উল-মিল্লাত' উপাধিতে ভূষিত করেন?
Created: 18 hours ago
A
সুলতান মাহমুদ
B
সুলতান নূহ-বিন- মানসুর
C
সুলতান মাসুদ
D
সুলতান মওদুদ
সুলতান মাহমুদ গজনভি ছিলেন গজনির আমির সবক্তুগীনের পুত্র এবং গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা আলপ্তগীনের ক্রীতদাস ও জামাতা।
মূল ধারণাসমূহ—
-
তিনি ৯৯৭ খ্রিস্টাব্দে গজনীর সিংহাসনে আরোহণ করেন এবং পরবর্তীতে গজনি সাম্রাজ্যকে একটি শক্তিশালী ইসলামী সাম্রাজ্যে রূপ দেন।
-
তাঁর শাসনামলে গজনি রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়।
-
বাগদাদের খলিফা কাদির বিল্লাহ তাঁর অবদানে সন্তুষ্ট হয়ে তাঁকে “ইয়ামিন-উদ-দৌলা” (রাষ্ট্রের ডান হাত) এবং “আমিন-উল-মিল্লাত” (ধর্মের রক্ষক) উপাধিতে ভূষিত করেন।
-
সুলতান মাহমুদ ছিলেন ইসলামের এক প্রতাপশালী শাসক ও প্রচারক, যিনি ভারতবর্ষে একাধিক অভিযান পরিচালনা করে ইসলামী প্রভাব বিস্তার করেন।

0
Updated: 18 hours ago
খলিফা মামুনের পৃষ্ঠপোষকতায় কোন্ মতবাদের উদ্ভব হয়?
Created: 18 hours ago
A
আশআরী
B
মুতাজিলা
C
মুরজিয়া
D
খারেজী
মুতাযিলা (Mu‘tazila) ছিল ইসলামের ইতিহাসে একটি যুক্তিবাদী ও দার্শনিক চিন্তাধারার সম্প্রদায়, যারা ধর্মীয় বিষয়গুলোকে যুক্তি ও বুদ্ধির আলোকে বিশ্লেষণ করার পক্ষে ছিল।
মূল ধারণাসমূহ—
-
মুতাযিলারা বিশ্বাস করতেন, বুদ্ধিই সত্য ও মিথ্যা নির্ধারণের মূল মানদণ্ড।
-
তারা মানব স্বাধীন ইচ্ছা (Free Will)-এর পক্ষপাতী এবং নিয়তিবাদের (Fatalism) বিরোধী ছিল।
-
আব্বাসীয় খলিফা আল-মামুন (খলিফা: ৮১৩–৮৩৩ খ্রি.) এই মতবাদকে রাজধর্ম হিসেবে স্বীকৃতি দেন।
-
আল-মামুনের শাসনামলে মুতাযিলা মতবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় এবং বৈজ্ঞানিক ও দার্শনিক গবেষণার উন্মেষ ঘটে।
-
এই কারণে তাঁর যুগকে ইসলামী সভ্যতার জ্ঞানচর্চার স্বর্ণযুগ বলা হয়।

0
Updated: 18 hours ago
আরব সীজার' কোন্ মুসলিম শাসককে আখ্যায়িত করা হয়?
Created: 18 hours ago
A
হযরত উমর (রাঃ)
B
হযরত ওসমান (রাঃ)
C
হযরত মোয়াবিয়া (রাঃ)
D
হযরত উমর ইবনে আবদুল আজিজ
৬৬১ খ্রিস্টাব্দে মুয়াবিয়া (রা.) ক্ষমতা গ্রহণ করে উমাইয়া খেলাফতের সূচনা করেন। তাঁর শাসনামলে ইসলামী সাম্রাজ্য নতুন সীমানা অতিক্রম করে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়।
মূল ধারণাসমূহ—
-
মুয়াবিয়া ক্ষমতা দখলের পর উত্তর আফ্রিকা, ভূ-মধ্যসাগরীয় অঞ্চলসহ বহু এলাকা বিজয় করেন।
-
তিনি ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, কূটনীতিক ও সেনাপতি।
-
ইসলামের ইতিহাসে প্রথম শাসক হিসেবে তিনি কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তানবুল) অবরোধ করেন, যা ইসলামী সাম্রাজ্যের শক্তি ও প্রভাব বিস্তারের প্রতীক ছিল।
-
তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, প্রশাসনিক দক্ষতা ও সামরিক কৌশল তাঁকে ইতিহাসে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
-
এজন্যই তাঁকে বলা হয় “আরবদের জুলিয়াস সিজার”, কারণ তাঁর নেতৃত্বে আরবরা রোমানদের মতোই শক্তিশালী সাম্রাজ্য গঠন করতে সক্ষম হয়েছিল।

0
Updated: 18 hours ago