I love reading books and ________ football.
A
to play
B
play
C
playing
D
to have played
উত্তরের বিবরণ
নিশ্চিত উত্তর: গ) playing
সম্পূর্ণ বাক্য: I love reading books and playing football.
• Parallelism কি?
-
যখন বাক্যে সমান গুরুত্বের ধারণাগুলো একই ধরনের বাক্য গঠন বা শব্দের বিন্যাসে প্রকাশ করা হয়, তাকে Parallelism বা সমান্তরালতা বলে।
• Parallelism এর নিয়ম:
-
“and” এর আগে যদি gerund (verb + ing) ব্যবহার করা হয়, তাহলে “and” এর পরেও gerund ব্যবহার করতে হয়।
-
এখানে “reading” gerund, তাই football এর সাথে যেই verb ব্যবহার হবে তা “playing” (gerund) হওয়া উচিত।
অন্যগুলো কেন ভুল?
ক) to play – এটা infinitive, আর প্রথম অংশ gerund, তাই মেলেনা।
খ) play – এটা base form, gerund এর সঙ্গে মিলছে না।
ঘ) to have played – perfect infinitive, যা এখানে দরকার নেই।
সুত্র: Cambridge Dictionary
এভাবে সহজ করে বললে:
“reading” এবং “playing” দুইটাই gerund, তাই একই ধরনের শব্দ ব্যবহার করে বাক্যের ভারসাম্য বজায় রাখা হয়েছে। তাই “playing” সঠিক।

0
Updated: 1 month ago
He gave up ____ football when he got married.
Created: 2 months ago
A
to play
B
playing
C
play
D
of playing
সাধারণত, যখন দুটি verb একসাথে ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় verb-টি সাধারণত verb + ing রূপে ব্যবহৃত হয়।
-
তাছাড়া, কোনো preposition এর পরেও verb + ing যুক্ত শব্দ বা gerund বসে থাকে।
• তাই এই কারণে সঠিক উত্তর হবে: playing
সম্পূর্ণ বাক্য: He gave up playing football when he got married.
• “Give up” এর পর সাধারণত verb + ing যুক্ত রূপ ব্যবহৃত হয়। কিছু উদাহরণ:
-
I gave up going to the theatre when I moved out of London.
-
He gave up playing football when he got married.
-
Why don’t you give up smoking?
-
I gave up playing cricket when I got a job.

0
Updated: 2 months ago
I don't mind ____ with the cooking but I am not going to wash the dishes.
Created: 1 month ago
A
to help
B
help
C
helping
D
for helping
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: helping
- পূর্ণ বাক্যটি হবে: I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.
• কিছু বিশেষ verb এবং preposition-এর পরে যখন আরেকটি verb বসে, তখন সেই verb-টি "ing" ফর্মে বসে।
এই ধরনের verb গুলোর মধ্যে আছে: mind, worth, can't help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition।
• উদাহরণস্বরূপ, "mind" শব্দটি যদি বাক্যে ব্যবহৃত হয় এবং তার পরে কোনো কাজ বোঝানো হয়, তবে সেই কাজটি verb-এর present form-এ "ing" যোগ করে লিখতে হয়।
• এই ক্ষেত্রে গঠন বা structure হবে:
Subject + mind + verb + ing + object
উদাহরণ:
-
She doesn’t mind working late.
-
Would you mind opening the window?

0
Updated: 1 month ago
The proper function of the press is surely to _____ the man in the street with facts.
Created: 1 month ago
A
equip
B
deliver
C
proffer
D
provide
শব্দগুলোর অর্থ
-
Equip – সজ্জিত বা প্রস্তুত করা।
-
Deliver – সরবরাহ বা বিলি করা।
-
Proffer – স্বেচ্ছায় কিছু দেওয়ার প্রস্তাব দেওয়া।
-
Provide – যোগান বা সরবরাহ দেওয়া।
অর্থের দিক থেকে deliver এবং provide দুইটাই ব্যবহার করা যেতো।
কিন্তু এখানে ‘with’ শব্দ থাকায় ‘provide’ ব্যবহার করাই ভালো। কারণ—
provide somebody with something মানে কাউকে কিছু সরবরাহ করা।
আর deliver to somebody মানে সরাসরি কাউকে বিলি করা বা পৌঁছে দেওয়া।
সুতরাং, সঠিক শব্দ হলো provide।
পূর্ণ বাক্য:
The proper function of the press is surely to provide the man in the street with facts.
এর বাংলা অর্থ
নিশ্চিতভাবেই প্রেস বা সংবাদপত্রের মূল কাজ হলো সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া।

0
Updated: 1 month ago