Do you know the solution _______ the problem?
A
of
B
for
C
about
D
to
উত্তরের বিবরণ
Complete sentence: Do you know the solution to the problem?
বাংলা: তুমি কি সমস্যাটার সমাধান জানো?
ব্যাখ্যা:
“Solution” শব্দের সাথে সাধারণত “to” প্রিপোজিশন লাগে, কারণ আমরা কোনো সমস্যার সমাধান বলতে “solution to the problem” বলি।
উদাহরণ:
There’s no easy solution to this problem.
(এই সমস্যার সহজ সমাধান নেই।)
অন্য প্রিপোজিশন নিয়ে আলোচনা:
-
of – সাধারণত গাণিতিক সমীকরণ বা রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে লাগে, যেমন: solution of an equation (একটি সমীকরণের সমাধান)।
-
for – যখন কোনো ব্যক্তির বা বিষয়ের জন্য বিশেষ সমাধান বোঝানো হয়, যেমন: a solution for back pain (পিঠের ব্যথার জন্য সমাধান)।
-
about – “solution about” বলা হয় না, এটি ভুল।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Merriam-Webster, Collins Dictionary।

0
Updated: 1 month ago
The film was directed in the director's usual ___ style.
Created: 3 weeks ago
A
confusion
B
idiosyncratic
C
personifying
D
purifying
অপশন অনুযায়ী শব্দগুলোর অর্থ:
ক) confusion
-
ইংরেজি অর্থ: Uncertainty about what is happening, intended, or required.
-
বাংলা অর্থ: বিভ্রান্তি; গোলমাল; অজানা পরিস্থিতিতে দ্বিধা; সিদ্ধান্তহীন অবস্থা।
খ) idiosyncratic
-
ইংরেজি অর্থ: relating to idiosyncrasy; peculiar or individual.
-
বাংলা অর্থ: ব্যক্তির নিজস্ব স্বভাব বা অনন্য বৈশিষ্ট্য; স্বতন্ত্র চিন্তাভাবনা বা আচরণ।
গ) personifying
-
ইংরেজি অর্থ: represent (a quality or concept) by a figure in human form.
-
বাংলা অর্থ: মানব আকারে কোনো গুণ বা ধারণা প্রকাশ করা; ব্যক্তিত্বপূর্ণ করা।
ঘ) purifying
-
ইংরেজি অর্থ: extract something from.
-
বাংলা অর্থ: বিশুদ্ধ করা; অশুদ্ধি দূর করা।
সঠিক শব্দ নির্বাচন:
উপরের অর্থগুলো অনুযায়ী, শূন্যস্থানে “idiosyncratic” শব্দটি বসালে বাক্যটি সম্পূর্ণ হবে।
-
Complete sentence: The film was directed in the director's usual idiosyncratic style.
-
বাংলা অর্থ: ছবিটি পরিচালকের নিজস্ব অনন্য এবং বৈশিষ্ট্যপূর্ণ শৈলীতে পরিচালিত হয়েছিল।
সূত্র: Oxford Learner's Dictionary

0
Updated: 3 weeks ago
Fill in the blank: Tourists ___ their reservations well in advance if they want to fly to Cox's Bazar.
Created: 2 weeks ago
A
better to had get
B
had better to get
C
had better got
D
had better get
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had better get
Complete sentence: Travellers had better get their reservations well in advance if they want to fly during the Eid holidays.
• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.

0
Updated: 2 weeks ago
Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work __ Thursday.
Created: 1 month ago
A
till
B
untill
C
upto
D
by
নির্ধারিত সময়ের আগে কোনো কাজ শেষ করতে হলে complete এর পরে by ব্যবহার করা হয়।
-
Complete by মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা।
-
উদাহরণ: I should appreciate it if you could complete this work by Thursday.
-
বাংলা অর্থ: আপনি যদি বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ করতে পারেন, আমি খুশি হব।

0
Updated: 1 month ago