লাহোর প্রস্তাব উপস্থাপন করেছিলেন কে?
A
বেগম রোকেয়া
B
রাজা রামমোহন রায়
C
এ কে ফজলুল হক
D
আব্দুল্লাহ খালেদ
উত্তরের বিবরণ
এ. কে. ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব (Lahore Resolution) পেশ করেন।
প্রস্তাবটি সাবজেক্ট কমিটি কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং এতে প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথক স্বাধীন আবাসভূমি গঠনের ধারণা তুলে ধরা হয়।
মূল বিষয়বস্তু ও গুরুত্বঃ
১) প্রস্তাবে বলা হয়, ব্রিটিশ ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে একত্রিত করে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের ব্যবস্থা করতে হবে।
২) এ প্রস্তাবের মাধ্যমে “পাকিস্তান ধারণা”-এর ভিত্তি স্থাপিত হয়, যা পরবর্তীতে মুসলমানদের পৃথক রাষ্ট্র গঠনের আন্দোলনের মূল আদর্শে পরিণত হয়।
৩) লাহোর প্রস্তাবকে পরবর্তীকালে “Pakistan Resolution” নামেও ডাকা হয়।
৪) প্রস্তাবটি মুসলমানদের রাজনৈতিক ঐক্য, স্বাধিকার ও রাষ্ট্রীয় স্বাধীনতার আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

0
Updated: 21 hours ago