I love reading books and ________ football.
A
to play
B
play
C
playing
D
to have played
উত্তরের বিবরণ
নিশ্চিত উত্তর: গ) playing
সম্পূর্ণ বাক্য: I love reading books and playing football.
• Parallelism কি?
-
যখন বাক্যে সমান গুরুত্বের ধারণাগুলো একই ধরনের বাক্য গঠন বা শব্দের বিন্যাসে প্রকাশ করা হয়, তাকে Parallelism বা সমান্তরালতা বলে।
• Parallelism এর নিয়ম:
-
“and” এর আগে যদি gerund (verb + ing) ব্যবহার করা হয়, তাহলে “and” এর পরেও gerund ব্যবহার করতে হয়।
-
এখানে “reading” gerund, তাই football এর সাথে যেই verb ব্যবহার হবে তা “playing” (gerund) হওয়া উচিত।
অন্যগুলো কেন ভুল?
ক) to play – এটা infinitive, আর প্রথম অংশ gerund, তাই মেলেনা।
খ) play – এটা base form, gerund এর সঙ্গে মিলছে না।
ঘ) to have played – perfect infinitive, যা এখানে দরকার নেই।
সুত্র: Cambridge Dictionary
এভাবে সহজ করে বললে:
“reading” এবং “playing” দুইটাই gerund, তাই একই ধরনের শব্দ ব্যবহার করে বাক্যের ভারসাম্য বজায় রাখা হয়েছে। তাই “playing” সঠিক।
0
Updated: 3 months ago
When we want to mean a government by the richest class we use the term__________.
Created: 1 month ago
A
Oligarchy
B
Plutocracy
C
Cryptocracy
D
Aristocracy
Plutocracy (noun)
-
English Meaning: A form of government run or controlled by the wealthiest class of society.
-
Bengali Meaning: ধনিকতন্ত্র; ধনী শ্রেণির শাসন।
➡ অর্থাৎ, যখন রাষ্ট্রের শাসনক্ষমতা ধনীদের হাতে থাকে, তখন তাকে বলা হয় Plutocracy।
Oligarchy (noun) (সঠিক বানান: Oligarchy, অনেক সময় ভুল করে Olicracy লেখা হয়)
-
English Meaning: A system of government in which a small and powerful group controls the country or an institution.
-
Bengali Meaning: গোষ্ঠীশাসন; অল্প কয়েকজনের হাতে শাসনক্ষমতা।
➡ অর্থাৎ, সংখ্যায় অল্প হলেও একটি গোষ্ঠী যখন রাষ্ট্র বা প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, তখন সেটি Oligarchy।
Cryptocracy (noun)
-
English Meaning: A government where the real rulers stay hidden or are not openly known.
-
Bengali Meaning: ছায়া সরকার; যেখানে প্রকৃত শাসক প্রকাশ্যে নয়, আড়ালে থেকে শাসন করে।
Aristocracy (noun)
-
English Meaning: Rule by the nobility or the hereditary upper class of society.
-
Bengali Meaning: অভিজাততন্ত্র; অভিজাত শ্রেণির শাসন।
➡ অর্থাৎ, জন্মগতভাবে অভিজাত শ্রেণির হাতে রাষ্ট্রক্ষমতা থাকলে তাকে বলা হয় Aristocracy।
উৎস: Oxford Dictionary এবং বাংলা একাডেমি প্রণীত Accessible Dictionary।
0
Updated: 1 month ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 month ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture
0
Updated: 1 month ago
Please ___ the necessity of arriving early.
Created: 3 months ago
A
emphasise about
B
emphasise to
C
emphasise on
D
emphasise
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে – emphasise
পূর্ণ বাক্য: Please emphasise the necessity of arriving early.
• Emphasise (verb)
-
ইংরেজি অর্থ: কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ বা মনোযোগযোগ্য করে তোলা।
-
বাংলা অর্থ: গুরুত্ব বোঝাতে কোনো শব্দ বা বিষয়ের উপর জোর দেওয়া; গুরুত্বারোপ করা।
• Emphasis (noun)
-
ইংরেজি অর্থ: কোনো কিছুর ওপর বিশেষ গুরুত্ব বা মনোযোগ প্রদান।
-
বাংলা অর্থ: কোনো শব্দ বা বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া বা তার উপর জোর দেওয়া।
• Parts of speech অনুযায়ী ব্যবহার:
-
Emphasise / Emphasize যখন verb হিসেবে ব্যবহৃত হয়, তখন এর সঙ্গে সাধারণভাবে কোনো preposition যুক্ত হয় না।
-
Emphasis যখন noun হিসেবে আসে, তখন সাধারণত এর সাথে on preposition ব্যবহার করা হয়।
-
প্রশ্নে উল্লেখিত বাক্যে emphasise verb হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এতে preposition ব্যবহার করা প্রয়োজন নেই।
উদাহরণ:
• Emphasise (verb)
-
I’d like to emphasise the value of learning different languages.
-
He emphasised that the participants were all volunteers.
-
Words can be emphasised in writing using italics or bold fonts.
• Emphasis (noun)
-
We should give equal emphasis to disease prevention as we give to treatment.
-
These schools place a strong emphasis on grammar and written assignments.
-
The word’s final syllable carries the emphasis.
তথ্যসূত্র: Accessible Dictionary by [...]
0
Updated: 3 months ago