A
He resembles like his father.
B
He resembles with his father.
C
He resembles his father.
D
He resembles similar to his father.
উত্তরের বিবরণ
He resembles his father.
(তার বাবা’র সঙ্গে ওর অনেক সাদৃশ্য আছে।)
-
"Resemble" মানে মিল থাকা বা দেখতে কারো মতো হওয়া।
-
এটা একটি transitive verb, অর্থাৎ এর পরে সরাসরি অবজেক্ট বসে, কোনো preposition লাগে না।
-
উদাহরণস্বরূপ: He resembles his father. (ঠিক)
-
ভুল:
-
He resembles like his father. ("like" লাগে না)
-
He resembles with his father. ("with" লাগে না)
-
He resembles similar to his father. (অতিরিক্ত শব্দ, কারণ "resemble" আর "similar to" একসাথে ব্যবহার করা ঠিক নয়)
-
সুত্র: Cambridge Dictionary; A Passage To The English Language - S. M. Zakir Hussain

0
Updated: 4 days ago
Choose the correct sentence.
Created: 4 months ago
A
The man that said that was a fool
B
The man who said that was a fool
C
The man that said that was a fool
D
The man which said that was a fool
Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে৷
সুতরাং সঠিক বাক্যটি হবে, The man who said that was a fool.

0
Updated: 4 months ago
Choose the correct sentence-
Created: 2 months ago
A
Rich is not always happy
B
The rich is not always happy
C
The rich is not happy always.
D
The rich are not always happy
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে -
The Rich are not always happy. - বাক্যটি সঠিক।
• প্রশ্নে উল্লেখিত বাক্যে rich( ধনী; সম্পদশালী) হচ্ছে adjective
- এবং এর পূর্বে the, article টি বসায় তা plural common noun এ পরিণত হয়েছে।
- Adjective যদি জাতিকে নির্দেশ করে তাহলে এর পূর্বে the বসে এবং এটি plural commom noun হয়ে যায় এবং plural verb গ্রহণ করে।
- বাক্যে rich দ্বারা সকল ধনীকে বুঝিয়েছে এর ফলে এর পূর্বে the বসেছে।

0
Updated: 2 months ago
What is the synonym of 'Jovial'?
Created: 2 months ago
A
Jolly
B
Gay
C
Jealous
D
Happy
• Jovial এর synonym তিনটিই হয়, তাই একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Jovial (Adjective)English Meaning: Cheerful and friendly
Bangla Meaning: হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ
Option,
- Jolly: happy and smiling: হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠ।
- Happy: feeling, showing, or causing pleasure or satisfaction: ভাগ্যবান; সুখী; তৃপ্ত
- Gay: happy: লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল।
- Jealous: অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ।

0
Updated: 2 months ago