Do you know the solution _______ the problem?
A
of
B
for
C
about
D
to
উত্তরের বিবরণ
Complete sentence: Do you know the solution to the problem?
বাংলা: তুমি কি সমস্যাটার সমাধান জানো?
ব্যাখ্যা:
“Solution” শব্দের সাথে সাধারণত “to” প্রিপোজিশন লাগে, কারণ আমরা কোনো সমস্যার সমাধান বলতে “solution to the problem” বলি।
উদাহরণ:
There’s no easy solution to this problem.
(এই সমস্যার সহজ সমাধান নেই।)
অন্য প্রিপোজিশন নিয়ে আলোচনা:
-
of – সাধারণত গাণিতিক সমীকরণ বা রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে লাগে, যেমন: solution of an equation (একটি সমীকরণের সমাধান)।
-
for – যখন কোনো ব্যক্তির বা বিষয়ের জন্য বিশেষ সমাধান বোঝানো হয়, যেমন: a solution for back pain (পিঠের ব্যথার জন্য সমাধান)।
-
about – “solution about” বলা হয় না, এটি ভুল।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Merriam-Webster, Collins Dictionary।
0
Updated: 3 months ago
Cricket is a kind of play. It is also a kind of _________.
Created: 1 month ago
A
insect
B
food
C
bird
D
flower
Cricket is a kind of play. It is also a kind of insect.
Cricket (খেলা)
-
English Meaning: একটি খেলা যা খোলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে বল, ব্যাট এবং দুইটি উইকেট ব্যবহার করা হয়। দুই দলের খেলোয়াড় সংখ্যা হয় ১১ জন করে। প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে বেশি রান সংগ্রহ করাই এর মূল উদ্দেশ্য।
-
Bangla Meaning: ক্রিকেট খেলা।
Cricket (পোকা)
-
English Meaning: এটি এক ধরনের পোকা যা ঘাসফড়িং জাতের হলেও পা তুলনামূলক ছোট। পুরুষ পোকার বিশেষত্ব হলো – এরা চিঁ-চিঁ জাতীয় সুরেলা শব্দ উৎপন্ন করে।
-
Bangla Meaning: ঝিঁঝি পোকা।
Source: Bangla Academy – Accessible Dictionary
0
Updated: 1 month ago
Tell me ___ that.
Created: 3 months ago
A
whom told you
B
that told you
C
who told you
D
told you
• সঠিক উত্তর হবে: who told you
সম্পূর্ণ বাক্য: Tell me who told you that.
• Embedded Question কী?
Embedded Question হল এমন একটি বাক্যগঠন যেখানে একটি প্রশ্নবোধক (interrogative) অংশকে একটি সাধারণ (assertive) বাক্যের ভেতরে সংযুক্ত করা হয়। এতে প্রশ্নের কাঠামো থাকে, কিন্তু সেটি সরাসরি প্রশ্ন হয়ে থাকে না।
-
এই প্রশ্নগুলো সাধারণত wh-word (যেমন: who, what, where, when, why, how ইত্যাদি) দিয়ে শুরু হলেও এগুলো মূল বাক্যের অংশ হয়ে যায়।
-
যখন wh-word একটি বাক্যের মাঝখানে আসে, তখন সেটি প্রশ্ন করার রূপ হারায় এবং একটি বিবৃতির অংশ হিসেবে ব্যবহৃত হয়।
-
এমনকি অনেক সময় বাক্যের শুরুতেই প্রশ্নের ছাঁচ থাকলেও, বাক্যটি পূর্ণরূপে প্রশ্ন নয়—বরং এটি একটি তথ্য জানার বা জানানো হয় এমন বাক্য হয়ে দাঁড়ায়।
উদাহরণ:
-
Can you tell me where she lives?
-
I don’t know what he wants.
এখানে "where she lives" বা "what he wants" হলো Embedded Question—যা একটি assertive বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 3 months ago
They suffered much ____ tornado had hit their village.
Created: 2 months ago
A
untill
B
since
C
as if
D
let alone
অপশনগুলোর অর্থ
ক) as if – যেন মনে হয়
খ) since – (সময়) তারপর থেকে; ইতিমধ্যে; তখন থেকে
গ) until – পর্যন্ত; যে পর্যন্ত না
ঘ) let alone – দূরে থাক; চিন্তাই করা যায় না এমন
• অর্থগুলো দেখে বোঝা যায়, শূন্যস্থানে since বসালে বাক্যটি সম্পূর্ণ হবে।
-
সম্পূর্ণ বাক্য: They suffered much since the tornado had hit their village.
-
অর্থ: ঘূর্ণিঝড় তাদের গ্রামে আঘাত হানার পর থেকে তারা অনেক কষ্ট ভোগ করেছে।
0
Updated: 2 months ago