Choose the correct sentence.
A
He resembles like his father.
B
He resembles with his father.
C
He resembles his father.
D
He resembles similar to his father.
উত্তরের বিবরণ
He resembles his father.
(তার বাবা’র সঙ্গে ওর অনেক সাদৃশ্য আছে।)
-
"Resemble" মানে মিল থাকা বা দেখতে কারো মতো হওয়া।
-
এটা একটি transitive verb, অর্থাৎ এর পরে সরাসরি অবজেক্ট বসে, কোনো preposition লাগে না।
-
উদাহরণস্বরূপ: He resembles his father. (ঠিক)
-
ভুল:
-
He resembles like his father. ("like" লাগে না)
-
He resembles with his father. ("with" লাগে না)
-
He resembles similar to his father. (অতিরিক্ত শব্দ, কারণ "resemble" আর "similar to" একসাথে ব্যবহার করা ঠিক নয়)
-
সুত্র: Cambridge Dictionary; A Passage To The English Language - S. M. Zakir Hussain
0
Updated: 3 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Neither of the boys are guilty.
B
Neither of the boys is guilty.
C
Neither of the boy is guilty.
D
Neither of boys is guilty.
সঠিক উত্তর হলো খ) Neither of the boys is guilty। এই বাক্যে "neither" শব্দটি দুইজনের মধ্যে কেউই না বোঝালেও একবচন হিসেবে ব্যবহার করা হয়। তাই subject একবচন হওয়ায় এর সঙ্গে is (একবচন ক্রিয়া) ব্যবহার করতে হয়; are (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা যাবে না। "of the boys" অংশটি একটি prepositional phrase, যা subject নয়, তাই এটি verb-এর ফর্ম পরিবর্তন করে না। এই কারণে কেবল "Neither of the boys is guilty" বাক্যটি subject-verb agreement অনুযায়ী সঠিক।
-
ক) Neither of the boys are guilty
-
ভুল, কারণ "neither" একবচন হলেও এখানে "are" (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা হয়েছে।
-
-
গ) Neither of the boy is guilty
-
ভুল, কারণ "boy" একবচন; "neither of" এর পরে বহুবচন noun হওয়া উচিত, যেমন "boys"।
-
-
ঘ) Neither of boys is guilty
-
ভুল, কারণ "of boys" এর আগে the নির্দিষ্ট নির্ধারক থাকা উচিত; সঠিক রূপ হলো "of the boys"।
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence :
Created: 1 month ago
A
Walking through the park, the flowers smelled wonderful.
B
Walking through the park, I smelled the wonderful flowers.
C
The flowers were smelling wonderful as I walking through the park.
D
While walking, flowers smelled wonderfully in the park.
সঠিক উত্তর হলো খ) Walking through the park, I smelled the wonderful flowers।
-
"Walking through the park" একটি participial phrase, যা বাক্যের subject-এর সাথে মেলাতে হয়।
-
(খ) অপশনে subject হলো I, যার কাজ হলো walking এবং smelling, তাই এটি ব্যাকরণগত এবং অর্থের দিক থেকে সঠিক।
-
(ক) অপশনে মনে হচ্ছে the flowers পার্কে হাঁটছে, যা অসম্ভব; এটিকে dangling modifier বলা হয়।
-
অন্য অপশনগুলো grammatical error বা ভুল অর্থ বহন করছে।
Other options:
-
ক) Walking through the park, the flowers smelled wonderful
-
ভুল, কারণ এতে মনে হচ্ছে flowers হাঁটছে, যা dangling modifier।
-
-
গ) The flowers were smelling wonderful as I walking through the park
-
ভুল, কারণ I walking ভুল tense; সঠিক হবে I was walking।
-
-
ঘ) While walking, flowers smelled wonderfully in the park
-
ভুল, কারণ flowers হাঁটতে পারে না এবং wonderfully একটি adverb; এখানে adjective wonderful ব্যবহার করা উচিত।
-
0
Updated: 1 month ago
Choose the right preposition for the sentence. She argued ____ me about the marriage.
Created: 3 months ago
A
with
B
for
C
to
D
from
Argue with/ about
- to speak angrily to someone, telling that person that you disagree with them
- কারো সাথে তর্ক করা, মতবিরোধ করা।
- কোন বিষয়ে/ ব্যাপারে তর্ক করা।
Example: He argued with me against the logic.
• Argue for: কোন কিছুর পক্ষে বলা, যুক্তি দেখানো।
Example: He argued for the law.
• বাক্যে বলা হচ্ছে - সে আমার সাথে বিবাহের ব্যাপারে তর্ক করছিল।
- তাহলে শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with।
- সঠিক বাক্য হবে: She argued with me about the marriage.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago