She succeeded ___________ her good work
A
because
B
since
C
because of
D
as
উত্তরের বিবরণ
নিশ্চিত উত্তর হলো: গ) because of
সম্পূর্ণ বাক্য: She succeeded because of her good work.
বাংলা অর্থ: সে সফল হয়েছে তার ভালো কাজের কারণে।
• "Because of" একটি preposition, অর্থাৎ এটি noun বা noun phrase-এর আগে বসে কারণ বোঝাতে।
-
এখানে "her good work" একটি noun phrase, তাই এর আগে কারণ বোঝাতে "because of" ব্যবহার করা হয়।
অন্য বিকল্পগুলোর ব্যাখ্যা:
ক) because: কারণ বোঝায়, কিন্তু এর পর অবশ্যই একটি পূর্ণ বাক্য (subject + verb) থাকা লাগে।
খ) since: অর্থ সময় বা কারণ বোঝাতে পারে, তবে এর পরও পূর্ণ বাক্য আসে।
ঘ) as: কারণ বোঝাতে ব্যবহৃত হয়, এবং এর পর পূর্ণ বাক্য আসে।
সহজ করে বললে:
"Because of" ব্যবহৃত হয় যখন কারও বা কোনও কিছুর কারণে কিছু হয়েছে, আর এর পর noun বা noun phrase থাকে।
আর "because," "since," "as" এর পর পূর্ণ বাক্য থাকে কারণ তারা conjunction, অর্থাৎ দুটি বাক্য/joint clause জোড়া দেয়।
তাই এখানে কারণ হিসেবে noun phrase থাকার জন্য সঠিক হবে "because of"।
সূত্র: Cambridge Dictionary, Accessible Dictionary.
0
Updated: 3 months ago
The Arabian Nights ______ still a great favourite.
Created: 3 months ago
A
has
B
are
C
is
D
were
‘The Arabian Nights’ হলো একটি আরবি গল্পের নাম।
-
গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সাধারণত একবচন হিসেবে ধরা হয়, অর্থাৎ third person singular।
-
তাই এর সঙ্গে ব্যবহৃত ক্রিয়া (verb) ও একবচন হয়।
-
যখন বিষয় (subject) কোনো জায়গা বা কিছু স্থায়ী কিছু বোঝায়, তখন ‘to be’ verb (is, am, are) ব্যবহার করা হয়।
-
এই কারণে ‘The Arabian Nights’ এর জন্য ‘is’ ব্যবহার করাই সঠিক।
শূন্যস্থানে সঠিক শব্দ হলো - is।
-
সম্পূর্ণ বাক্য: The Arabian Nights is still a great favourite.
-
The Arabian Nights has still a great favourite বাক্যটি সঠিক নয়।
0
Updated: 3 months ago
This could have worked if I ___ been more cautious.
Created: 2 months ago
A
had
B
have
C
might
D
would
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete Sentence: This could have worked if had I been more cautious.
• Third conditional এর নিয়মানুযায়ী principal clause এ would have/could have/might have থাকলে if clause টি past perfect হয়।
• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত
- 2. Consequence বা ফলাফল।
• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
0
Updated: 2 months ago
When they had their first child, they put ____ a large sum for his education.
Created: 3 months ago
A
aside
B
beside
C
outside
D
under
Put something aside (phrasal verb):
English Meaning: To keep or save something (like money or time) for later use, especially for something important.
Bangla Meaning: আলাদা করে রাখা; ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা।
উদাহরণ বাক্য:
তাদের প্রথম সন্তান জন্মানোর পর, তারা তার পড়াশোনার জন্য অনেক টাকা আলাদা করে রাখে।
👉 অন্য কোন অর্থ এখানে প্রযোজ্য নয়।
Source: Cambridge Dictionary
0
Updated: 3 months ago