ভারতে মুসলিম শাসনের সূচনাকারী যুদ্ধ-
A
প্রথম তরাইনের যুদ্ধ
B
দ্বিতীয় তরাইনের যুদ্ধ
C
প্রথম পানিপথের যুদ্ধ
D
দ্বিতীয় পানিপথের যুদ্ধ
উত্তরের বিবরণ
ভারতে মুসলিম শাসনের সূচনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধই ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বড় পরিবর্তনের সূচনা।
-
১১৯২ সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মুহাম্মদ ঘুরী পৃথ্বিরাজ চৌহানকে পরাজিত করেন।
-
এই বিজয়ের মাধ্যমেই ভারতে মুসলিম শাসনের সূচনা ঘটে।
-
এর আগে ১১৯১ সালে সংঘটিত তরাইনের প্রথম যুদ্ধে মুহাম্মদ ঘুরী পৃথ্বিরাজের কাছে পরাজিত হয়েছিলেন।
-
কিন্তু দ্বিতীয় যুদ্ধে ঘুরীর জয় ভারতে মুসলিম শাসনের পথ সুগম করে এবং পরবর্তী কয়েক শতাব্দী ধরে উপমহাদেশে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে।

0
Updated: 22 hours ago