John Keats wrote _____
A
Ode to the West Wind
B
Ode on a Grecian Urn
C
Tintern Abbey
D
The Ancient Mariner
উত্তরের বিবরণ
The correct answer is: খ) Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn
-
এটি ইংরেজি Romantic period-এর বিখ্যাত কবি John Keats (1795-1821) রচিত একটি বিখ্যাত কবিতা।
-
১৮২০ সালে প্রকাশিত এই কবিতায় কবি একটি গ্রীক মৃৎপাত্র (urn)-এর চিত্রকল্পের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের চিরন্তন সম্পর্ক তুলে ধরেছেন।
-
কবিতাটি মোট ৫টি স্তবক (stanza) নিয়ে গঠিত।
-
বিখ্যাত সমাপ্তি দুটি পঙক্তি:
“Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.”
Other Options বিশ্লেষণ:
ক) Ode to the West Wind — Percy Bysshe Shelley-রচিত।
গ) Tintern Abbey — William Wordsworth-রচিত।
ঘ) The Ancient Mariner — Samuel Taylor Coleridge-রচিত।
John Keats পরিচিতি:
-
তিনি “Poet of Beauty” নামে পরিচিত।
-
তার কবিতায় জীবনের সংক্ষিপ্ততা, সৌন্দর্যের চিরস্থায়িত্ব এবং কল্পনার জগৎ ফুটে ওঠে।
-
Keats-এর বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
La Belle Dame Sans Merci
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
(Source: Britannica)
0
Updated: 3 months ago
‘Where are the songs of Spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too.’ -Who wrote this?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Robert Browning
C
John Keats
D
Samuel Coleridge
'Where are the songs of spring? Ay, Where are they?
Think not of them, thou hast thy music too,
- John Keats wrote this in his famous poem To Autumn.
- এই লাইন দুটি দিয়েই কবিতাটি শুরু হয়।
• 'To Autumn' Romantic period এর কবি John Keats রচিত একটি বিখ্যাত কবিতা।
- কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয়।
- এই কবিতাটিকে কবির one of the last major poems হিসেবে বিবেচনা করা হয়।
- Written shortly before the poet died, the poem is a celebration of autumn blended with an awareness of the passing of summer and of life’s ephemerality.
- এটি একটি three 11-line stanzas বিশিষ্ট কবিতা।
• John Keats, an English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of beauty’.
• John Keats এর Title গুলো হলো -
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
- The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।
• John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- La Belle Dame Sans Merci, etc.
Source: Britannica and Poetry Foundation.
0
Updated: 1 month ago
At the beginning of the ode “Ode on Melancholy”, Keats feels—
Created: 2 months ago
A
Drowsy and numb with pain
B
Excited and cheerful
C
Strong and energetic
D
Fearless and hopeful
কবিতার শুরুতেই কিটস বলেন তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি যেন হেমলক খেয়েছেন বা আফিম খেয়ে অসাড় হয়ে আছেন। নাইটিঙ্গেলের গান তাঁকে এক ধরনের অচেতনতার দিকে নিয়ে যাচ্ছে।
0
Updated: 2 months ago
What tone dominates “Ode to Psyche”?
Created: 2 months ago
A
Angry and satirical
B
Prayerful and devotional
C
Humorous and ironic
D
Bitter and hopeless
পুরো কবিতাটি প্রার্থনামূলক ও ভক্তিমূলক। কিটস একদিকে সাইকিকে অবহেলিত দেবী হিসেবে আক্ষেপ করেন, অন্যদিকে নিজেকে তাঁর পুরোহিত বানান। তাঁর কল্পনা ও অন্তর্গত ভক্তি মিলে এক ধরনের আধ্যাত্মিক সুর সৃষ্টি করে, যা কবিতার মূল আবহ।
0
Updated: 2 months ago