'ক্রেতা' শব্দটির ক্ষেত্রে কোন প্রত্যয়টি ব্যবহৃত হয়েছে?
A
তা
B
আ
C
তৃচ্
D
ত্ব
উত্তরের বিবরণ
• 'ক্রেতা' শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়- √ ক্রী + তৃচ। এখানে, 'তৃচ' - প্রত্যয়টি যুক্ত হয়েছে।
• তৃচ-প্রত্যয় ('চ' ইৎ 'তৃ' থাকে) : প্রথমা একবচনে 'তৃ' স্থলে 'তা' হয়।
যেমন-
- √দা + তৃচ=√দা + তৃ=√দা + তা= দাতা;
- √মা + তৃচ্ = মাতা,
- √ক্রী + তৃচ্ = ক্রেতা।

0
Updated: 1 day ago
‘বক্তব্য’- এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি
Created: 1 month ago
A
√বক্+তব্য
B
√বক্ত+অব্য
C
√বক্ত+ব্য
D
√বচ্+তব্য
বক্তব্য (বিশেষণ)– সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = √বচ্ + তব্য। অর্থ: বলতে হবে বা বলার যোগ্য এমন।

0
Updated: 1 month ago
শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√কৃ+ অন = করণ
B
√নো + অন = নয়ন
C
√ভৈ + অন = ভুবন
D
√শয় + অন = শয়ন
সংস্কৃত কৃৎ প্রত্যয় – ‘অন’ (< অনট্)
১. কর্তৃবাচ্যে (Active sense)
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নিন্দ্ | অন | নন্দন | প্রশংসনীয় ব্যক্তি/বস্তু |
সাধ্ | অন | সাধন | সাধন করা/সম্পাদন |
তপ্ | অন | তপন | তপস্যা/উপবাস করা |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
গম | অন | গমন | যাত্রা/যাওয়া |
শী | অন | শয়ন | শোয়া |
কৃ | অন | করণ | করা/কাজ |
উদ্ + গৃ | অন | উদ্গিরণ | উচ্চারণ/উৎপাদন |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নী | অন | নয়ন | চোখ |
চর্ | অন | চরণ | পদ/পা |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
শী | অন | শয়ন | শোয়ার স্থান |
স্থা | অন | স্থান | জায়গা |
ভূ | অন | ভুবন | পৃথিবী |
উদ্ + যা | অন | উদ্যান | বাগান |

0
Updated: 1 month ago
√কাঁদ+অন – কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত?
Created: 1 week ago
A
কৃৎ প্রত্যয়
B
তদ্ধিত প্রত্যয়
C
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
D
বাংলা কৃৎ প্রত্যয়
কৃৎ প্রত্যয়→ ধাতু বা ক্রিয়া মূলের সাথে যে প্রত্যয় গঠিত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে । যেমনঃ - কাঁদন→√কাঁদ্ + অন, বাঁচন→√বাঁচ্ + অন, চলতি→√চল্ + তি. তদ্ধিত প্রত্যয়→ নাম বা সাধিত শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমনঃ - থালা→থাল + আ, ডিঙা→ ডিঙি + আ, ঘামাচি→ঘাম + আচি.

0
Updated: 1 week ago