'Barter' এর বাংলা পরিভাষা কোনটি?
A
খতিয়ান
B
জালিয়াতি
C
বাহক
D
বিনিময়
উত্তরের বিবরণ
• 'Barter' এর বাংলা পরিভাষা - বিনিময়।
অন্যদিকে,
- 'Ledger' এর বাংলা পরিভাষা - খতিয়ান।
- 'Forgery' এর বাংলা পরিভাষা - জালিয়াতি।
- 'Bearer' এর বাংলা পরিভাষা - বাহক।

0
Updated: 1 day ago
'Addendum' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
প্রস্তাবনা
B
সংযোজন
C
পুনশ্চ
D
মুলতবি
পরিভাষা উদাহরণ
-
Addendum → সংযোজন / পরিশিষ্ট
-
Prologue → কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা; প্রস্তাবনা
-
Adjournment → মুলতবি
-
Postscript → চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলি; পুনশ্চ
কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
ইংরেজি | বাংলা পরিভাষা |
---|---|
Act | আইন |
Addendum | পরিশিষ্ট, সংযোজন |
Ad-hoc | তদার্থক |
Adjustment | সমন্বয়ন |
Affidavit | হলফনামা |
Affiliation | সম্বন্ধীকরণ |
Agenda | আলোচ্যসূচি |
উৎস:
-
বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা
-
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
‘Farce' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
হলফনামা
B
প্রহসন
C
পরিপত্র
D
অবচেতন
বাংলা পারিভাষিক শব্দ:
-
Farce = প্রহসন
-
Affidavit = হলফনামা
-
Circular = পরিপত্র
-
Subconscious = অবচেতন

0
Updated: 1 month ago
২২) 'Demography' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
পরতন্ত্র
B
জনতত্ত্ব
C
রাজতন্ত্র
D
স্বতন্ত্র
প্রশাসনিক ও সাধারণ পরিভাষা
-
Demography → জনতত্ত্ব
-
Subservient / Obedient → পরতন্ত্র
-
Monarchy → রাজতন্ত্র
-
Independent → স্বতন্ত্র
উৎস:
-
বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা
-
অভিগম্য অভিধান

0
Updated: 1 month ago