A
Leave on holidays
B
Spending time in France
C
Leave without permission
D
Emergency leave
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: গ) অনুমতি না নিয়ে চলে যাওয়া (Leave without permission)
Take French leave
🔹 English meaning: Leaving work or place without taking prior permission.
🔹 Bangla meaning: অনুমতি না নিয়ে ছুটি নেওয়া বা কোথাও থেকে চলে যাওয়া।
উদাহরণ:
-
The caretaker had taken French leave.
বাংলায়: কেয়ারটেকারটি অনুমতি ছাড়াই চলে গিয়েছিল।
বাকি অপশনগুলো এই বাক্যটির অর্থের সঙ্গে মিল না থাকায় ভুল।
তথ্যসূত্র: Oxford Dictionary ও Accessible Dictionary.

0
Updated: 4 days ago
What is the synonym of 'Jovial'?
Created: 2 months ago
A
Jolly
B
Gay
C
Jealous
D
Happy
• Jovial এর synonym তিনটিই হয়, তাই একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• Jovial (Adjective)English Meaning: Cheerful and friendly
Bangla Meaning: হাসিখুশি; আমুদে; আনন্দপূর্ণ
Option,
- Jolly: happy and smiling: হাসিখুশি; প্রফুল্ল; কিঞ্চিৎ মাতাল; সুন্দর; বলিষ্ঠ।
- Happy: feeling, showing, or causing pleasure or satisfaction: ভাগ্যবান; সুখী; তৃপ্ত
- Gay: happy: লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল।
- Jealous: অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ।

0
Updated: 2 months ago
We must keep our fingers_____ that the weather will stay fine for the picnic tomorrow.
Created: 2 weeks ago
A
raised
B
pointed
C
lifted
D
cressed (crossed)
• The correct answer is - cressed (crossed).
- এখানে ভুলভাবে cressed দেওয়া আছে।
• Keep one's fingers crossed (cressed)
- English Meaning: to hope strongly that something will happen.
- Bangla Meaning: আশা পোষণ করা, কামনা করা।
• Complete sentence: We must keep our fingers crossed that the weather will stay fine for the picnic tomorrow.
- Bangla meaning: আগামীকালকের পিকনিকের জন্য আবহাওয়া ভালো থাকবে আমরা অবশ্যই সেই কামনা করি।

0
Updated: 2 weeks ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 3 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 3 months ago