'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ -
A
ঈপ্সা
B
জুগুপ্সা
C
জিঘাংসা
D
লিপ্সা
উত্তরের বিবরণ
• 'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - লিপ্সা।
অন্যদিকে,
- 'গোপন করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায়- ঈপ্সা।
- 'হনন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - জিঘাংসা।

0
Updated: 1 day ago
‘সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে?
Created: 1 week ago
A
সর্বজনীন
B
সার্বজনীন
C
সর্বজনস্বীকৃত
D
সর্বজনগ্রাহ্য
সর্বজনীন: যা সকলের জন্য প্রযোজ্য বা প্রযোজ্যতা সর্বত্র, অর্থাৎ যেটি সর্বত্র মান্য বা প্রযোজ্য। উদাহরণ: “মানবাধিকারের অধিকার সর্বজনীন।”
-
সার্বজনীন: সাধারণত ‘সকলকে সংক্রান্ত’ বা ‘বিশ্বব্যাপী’ অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ: “সার্বজনীন শান্তি চাওয়া।”
-
সর্বজনস্বীকৃত: যা সকলের দ্বারা স্বীকৃত।
-
সর্বজনগ্রাহ্য: যা সকলের দ্বারা গ্রহণযোগ্য বা বোঝাপড়ার যোগ্য।
এখানে মূল ভাব হলো “সকলের জন্য প্রযোজ্য”, তাই সঠিক উত্তর সর্বজনীন।

0
Updated: 1 week ago
‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি’-
Created: 4 weeks ago
A
ইতিহাসবেত্তা
B
ঐতিহাসিক
C
ইতিহাসবিজ্ঞ
D
ইতিহাসবিদ
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- ইতিহাসবেত্তা। ইতিহাস জানেন যিনি- ঐতিহাসিক। সঠিক উত্তর- ইতিহাসবেত্তা।

0
Updated: 4 weeks ago
‘বিস্ময়াপন্ন’ পদটির সঠিক ব্যাসবাক্য-
Created: 1 month ago
A
বিস্ময়ে যে আপন্ন
B
বিস্ময় দ্বারা আপন্ন
C
বিস্ময়কে আপন্ন
D
বিস্ময়ে আপন্ন
দ্বিতীয়া তৎপুরুষ সমাস:
পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে, রে ইত্যাদি) লোপ হয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ:
-
দুঃখকে প্রাপ্ত → দুঃখপ্রাপ্ত
-
বিপদকে আপন্ন → বিপদাপন্ন
-
বিস্ময়কে আপন্ন → বিস্ময়াপন্ন
-
পরলোকে গত → পরলোকগত
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago