Doctor Faustus is _______
A
a comedy
B
a tragedy
C
a historical novel
D
an absurd play
উত্তরের বিবরণ
Doctor Faustus – একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক
লিখেছেন: Christopher Marlowe
-
নাটকের পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
প্রকাশকাল: ১৬০৪ সাল
-
অংশ সংখ্যা: মোট ৫টি Act রয়েছে
সারসংক্ষেপ (সংক্ষিপ্ত কাহিনি)
Doctor Faustus হল একটি দুঃখজনক (tragedy) নাটক। এতে Faustus নামের এক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি রয়েছে, যিনি জাদুবিদ্যার মাধ্যমে অলৌকিক ক্ষমতা পেতে চায়। ক্ষমতার লোভে পড়ে সে শয়তান Mephistopheles-এর মাধ্যমে Lucifer-এর (শয়তানের রাজা) সঙ্গে চুক্তি করে এবং নিজের আত্মা বিক্রি করে দেয়। বিনিময়ে সে ২৪ বছরের জন্য অসাধারণ ক্ষমতা পায়।
এই সময় Faustus অনেক আশ্চর্য কাজ করে এবং খ্যাতি অর্জন করে, কিন্তু তার মনে অনুশোচনা ও ভয় কাজ করতে থাকে। মাঝে মাঝে সে নিজেকে বদলানোর সুযোগ পেলেও, নিজের ভুল স্বীকার করে ভালো পথে ফিরতে চায় না।
শেষ পর্যন্ত, চুক্তির মেয়াদ শেষে, শয়তানরা এসে Faustus-এর আত্মাকে টেনে নিয়ে যায় এবং সে নরকে চিরকাল শাস্তি ভোগ করে।
প্রধান চরিত্রগুলো
-
Doctor Faustus – মূল চরিত্র, যিনি আত্মা বিক্রি করেন
-
Mephistopheles – শয়তানের দূত
-
Lucifer – শয়তানের নেতা
-
Good Angel – ভালো পথের পরামর্শদাতা
-
Evil Angel – খারাপ পথে টানে
-
Wagner – Faustus-এর সহকারী
Christopher Marlowe সম্পর্কে কিছু তথ্য
-
তিনি Elizabethan যুগের একজন কবি ও নাট্যকার।
-
তাঁকে "ইংরেজ ট্র্যাজেডির জনক" (Father of English Tragedy) বলা হয়।
-
তিনি "University Wits" দলের একজন সদস্য ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য নাটকগুলো
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage
উৎস: Britannica
0
Updated: 3 months ago
What would have happened if__________?
Created: 3 months ago
A
the bridge is broken
B
the bridge would break
C
the bridge had broken
D
the bridge had been broken
সঠিক বাক্য গঠনের জন্য প্রাসঙ্গিক নিয়ম
-
প্রদত্ত বাক্যটি ছিল: "What would have happened if the bridge had been broken?"
-
এটি একটি Third Conditional (বা Perfect Conditional) বাক্যের উদাহরণ।
• Third Conditional বাক্যের কাঠামো অনুযায়ী:
-
যদি If-Clause-এ Past Perfect Tense (had + verb-এর past participle) থাকে, তাহলে Main Clause-এ would have/could have + verb-এর past participle বসে।
-
যদি ঘটনাটি passive voice-এ প্রকাশ পায়, তবে If-Clause-এ ব্যবহার হয়: had been + past participle।
• কাঠামো (Structure):
If + Past Perfect Tense → would have/could have + past participle
উদাহরণ:
-
If you had studied, you would have passed.
-
What would have happened if the train had been delayed?
• উল্লেখযোগ্য বিষয়:
-
মূল বাক্যে clause-এর অবস্থান অদল-বদল করা হয়েছে, অর্থাৎ "would have happened" আগে এসেছে এবং "if the bridge had been broken" পরে বসেছে।
-
যেহেতু bridge নিজে নিজে কাজ করে না, এটি একটি passive construction।
-
তাই, "if" clause-টি হবে: If the bridge had been broken, যেখানে had been + broken passive structure নির্দেশ করে।
0
Updated: 3 months ago
Fill in the blank with right option. I am looking forward ____ you.
Created: 3 months ago
A
to seeing
B
seeing
C
to see
D
to have seen
to seeing
-
সম্পূর্ণ বাক্য: I am looking forward to seeing you. (আমি তোমাকে দেখার অপেক্ষায় আছি।)
Look forward এর ব্যবহার:
-
"Look forward" এর পর 항상 "to" এবং এর পর verb এর "-ing" ফর্ম বসে।
উদাহরণ:
-
I am looking forward to receiving your letter.
-
I am looking forward to seeing you.
-
My friend is looking forward to going to London.
-
He is looking forward to starting his new job.
আরও কিছু বিশেষ শব্দের পর verb এর সাথে "-ing" যুক্ত হয়:
যেমন: mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি।
উদাহরণ:
-
He came to Dhaka with a view to visiting a new place.
-
Would you mind closing the door?
-
I don't mind taking a cup of tea.
-
He cannot help laughing out loud.
0
Updated: 3 months ago
'light' is to 'dark' as 'cold' is to-
Created: 3 months ago
A
hot
B
heat
C
cool
D
winter
• Light:
Meaning: আলোকবিশিষ্ট; উজ্জ্বল
• Dark:
Meaning: অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
• Cold:
Meaning: ঠাণ্ডা; শীতল; নিরুত্তাপ।
Options,
ক) Hot:
Meaning: গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণ।
খ) Heat:
Meaning: তাপ; উত্তাপ; দাহ; উচ্চতাপ; গরম।
গ) Cool:
Meaning: ঈষৎ ঠাণ্ডা।
ঘ) Winter:
Meaning: শীতকাল।
অপশন বেচনা করে দেখা যায়, 'light' is to 'dark' as 'cold' is to - hot.
The relationship is one of opposites, just as "light" is the opposite of "dark," "cold" is the opposite of "hot."
0
Updated: 3 months ago