Echinus-এর নিষেক কোন ধরণের?
A
পার্থেনোজেনেসিস
B
স্ব-নিষেক
C
আভ্যন্তরীণ নিষেক
D
বহিঃনিষেক
উত্তরের বিবরণ
উ. বহিঃনিষেক
-
Echinus (সামুদ্রিক সজারু বা Sea urchin)-এর নিষেক ঘটে দেহের বাইরে, অর্থাৎ এটি বহিঃনিষেক (External fertilization)।
-
পুরুষ ও স্ত্রী উভয়ই তাদের গ্যামেট বা প্রজনন কোষ (শুক্রাণু ও ডিম্বাণু) পানিতে নির্গত করে।
-
সমুদ্রের পানিতে এই গ্যামেটগুলো একত্রিত হয়ে নিষেক সম্পন্ন হয়।
-
এভাবে জাইগোট তৈরি হয়ে পরবর্তীতে লার্ভা গঠন করে, যা বিকাশের মাধ্যমে পূর্ণাঙ্গ Echinus-এ পরিণত হয়।

0
Updated: 1 day ago