মানুষের স্নায়ুতন্ত্র সৃষ্টিতে কোন ভ্রনস্তর ভুমিকা রাখে?
A
এন্ডোডার্ম
B
মেসোডার্ম
C
একেটাডার্ম
D
উপরের সবগুলি
উত্তরের বিবরণ
উ. এক্টোডার্ম
-
এক্টোডার্ম ভ্রূণের বাহ্যস্তর, যা স্নায়ুতন্ত্র ও ত্বকের গঠন করে।
-
এই স্তর থেকেই মস্তিষ্ক, মেরুদণ্ড ও স্নায়ুর উৎপত্তি ঘটে।
-
এক্টোডার্ম থেকে চোখ, কান, নাকসহ বিভিন্ন ইন্দ্রিয় অঙ্গ তৈরি হয়।
-
ভ্রূণীয় বিকাশে এক্টোডার্ম থেকে নিউরাল টিউব গঠিত হয়, যা পরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিণত হয়।
-
ত্বকের বাইরের স্তর, চুল, নখ ও কিছু গ্রন্থিও এক্টোডার্ম থেকে গঠিত হয়।
-
সুতরাং মানুষের স্নায়ুতন্ত্র সৃষ্টিতে এক্টোডার্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0
Updated: 1 day ago