Lord of the Flies was written by ________
A
William Shakespeare
B
William Wordsworth
C
William Golding
D
T.S. Eliot
উত্তরের বিবরণ
Lord of the Flies
-
Lord of the Flies হচ্ছে উইলিয়াম জেরাল্ড গোল্ডিং-এর লেখা একটি বিখ্যাত উপন্যাস।
-
এটি লেখকের প্রথম উপন্যাস, যা ১৯৫৪ সালে প্রকাশিত হয়।
-
এই বইতে মানুষের ভেতরের অন্ধকার দিক, নীতিহীনতা ও বর্বরতার রূপ তুলে ধরা হয়েছে।
-
গল্পে দেখা যায়, পারমাণবিক যুদ্ধের ভয় থেকে কিছু ব্রিটিশ শিশু-কিশোরকে একটি বিমানে করে এক দূরবর্তী অজানা দ্বীপে পাঠানো হয়।
-
তবে দুর্ঘটনাবশত প্লেনটি ভেঙে পড়ে এবং বড়দের সবাই মারা যায়।
-
একা পড়ে যাওয়া শিশুরা ধীরে ধীরে নিয়ম শৃঙ্খলা ভুলে বর্বর ও নিষ্ঠুর আচরণ করতে শুরু করে।
-
এই উপন্যাসে ভাল ও মন্দ, নৈতিকতা ও নৃশংসতা, এবং মানব স্বভাবের আসল চেহারা তুলে ধরা হয়েছে।
উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো:
-
জ্যাক (Jack)
-
র্যালফ (Ralph)
-
পিগি (Piggy)
-
সাইমন (Simon)
-
রজার (Roger)
লেখক পরিচিতি:
-
উইলিয়াম জেরাল্ড গোল্ডিং ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার ও কবি।
-
তিনি ১৯৮৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তার লেখাগুলোর মূল বিষয় ছিল মানবজীবনের বাস্তবতা ও নৈতিক দ্বন্দ্ব।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে:
-
Pincher Martin
-
Darkness Visible
-
Free Fall
-
The Spire
-
The Inheritors ইত্যাদি।
সূত্র: ব্রিটানিকা
0
Updated: 3 months ago
Who is not a romantic poet?
Created: 3 months ago
A
P. B. Shelley
B
S. T. Coleridge
C
John Keats
D
T. S. Eliot
Of the following - T. S. Eliot is not a Romantic poet.
- তিনি English Modern Period এর একজন সাহিত্যিক।
• অন্যদিকে,
- P. B. Shelley, S. T. Coleridge এবং John Keats - এই তিনজনই Romantic Period এর স্বনামধন্য সাহিত্যিক।
• T. S. Eliot (Thomas Stearns Eliot)
- He was born in September 26, 1888, St. Louis, Missouri, U.S.
- ১৯৬৫ সালের ৪ জানুয়ারি তিনি লন্ডনে মারা যান।
- Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
• Best works:
• Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem), etc.
• His well known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman,
- The Trail of a Judge etc.
Source: Britannica.
0
Updated: 3 months ago
Who is the author of 'The Jew of Malta'?
Created: 2 months ago
A
Thomas Gray
B
John Donne
C
William Shakespeare
D
Christopher Marlowe
Christopher Marlowe is the author of 'The Jew of Malta'.
• The Jew of Malta:
- Christopher Marlowe রচিত tragedy টির পুরো নাম 'The Famous Tragedy of the Rich Jew of Malta'.
- একটি 5 acts বিশিষ্ট tragedy.
- এটি blank verse এ লেখা একটি revenge tragedy.
- এটি প্রায় ১৫৯০ সালের দিকে মঞ্চস্থ হয় এবং ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
• Summary:
- "The Jew of Malta" একটি নাটক যেখানে মূল চরিত্র Barabas নামের একজন ধনাঢ্য ইহুদি ব্যবসায়ী।
- নাটকে ধর্ম, প্রতিশোধ, লোভ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নৈতিক বিচ্যুতির বিষয়গুলো গুরুত্ব পায়।
- Barabas-এর সম্পদ জব্দ করে খ্রিস্টান শাসকরা যখন তাঁকে নিঃস্ব করে দেয়, তখন সে প্রতিশোধের পথে নামে। তার প্রতিশোধ প্রবণতা ধীরে ধীরে আত্মবিনাশের দিকে নিয়ে যায়।
- নাটকে ধর্মীয় ভণ্ডামি, লোভ, এবং ক্ষমতার অপব্যবহার বিষয়গুলো তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের জটিলতাকে প্রতিফলিত করে।
• Important characters:
- Barabas (Protagonist),
- Abigail,
- Ithamore,
- Machevill,
- Katherine, etc.
• Christopher Marlowe (1564-1593):
- Christopher Marlowe Elizabeth যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- তিনি একজন 'University wit' ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
• Notable Works:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage, etc.
Source: Britannica.
0
Updated: 2 months ago
“O Captain! My Captain!” - was written to mourn the death of
Created: 1 month ago
A
P.B. Shelley
B
Martin Luther King Jr.
C
George Washington
D
Abraham Lincoln
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
“O Captain! My Captain!”
-
রচনা: Walt Whitman।
-
উদ্দেশ্য: আমেরিকান প্রেসিডেন্ট Abraham Lincoln-এর মৃত্যুতে লেখা elegy।
-
কাঠামো: তিন স্তবকের কবিতা।
-
প্রকাশ: ১৮৬৫ সালে।
Walt Whitman (1819–1892)
-
American poet, journalist, essayist।
-
বিখ্যাত রচনা: Leaves of Grass (1855, landmark in American literature)।
Famous Works
-
Leaves of Grass
-
O Captain! My Captain!
-
Drum-Taps
-
Songs of Myself
-
A Passage To India
0
Updated: 1 month ago