লুই নেপোলিয়ান কাকে বলা হয়?
A
প্রথম নেপোলিয়ান
B
দ্বিতীয় নেপোলিয়ান
C
তৃতীয় নেপোলিয়ান
D
নেপোলিয়ান বোনাগার্ট
উত্তরের বিবরণ
লুই নেপোলিয়ন ফরাসি ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি নেপোলিয়ন বোনাপার্টের পরিবারের সদস্য ছিলেন এবং পরবর্তীতে ফ্রান্সের সম্রাট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তাঁর জীবনের উল্লেখযোগ্য দিকগুলো নিম্নরূপ—
-
তিনি ছিলেন প্রথম নেপোলিয়নের ভাই লুই বোনাপার্টের তৃতীয় পুত্র।
-
জন্ম: ২০ এপ্রিল, ১৮০৮, প্যারিস।
-
মৃত্যু: ৯ জানুয়ারী, ১৮৭৩।
-
১৮৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের পর তিনি নির্বাসন থেকে ফ্রান্সে ফিরে আসেন।
-
১৮৫২ সালে, তিনি লুই নেপোলিয়ন তৃতীয় নামে নেপোলিয়ন উপাধি ধারণ করে ফ্রান্সের সিংহাসনে আরোহণ করেন।

0
Updated: 1 day ago