কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?
A
তিসি
B
মালি
C
লাউ
D
মেয়ে
উত্তরের বিবরণ
• দ্বিস্বরধ্বনি যুক্ত শব্দ - লাউ।
দ্বিস্বরধ্বনি:
- পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
যেমন:
- 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্] তৈরি হয়েছে।
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
- [আই]: তাই, নাই,
- [এই]: সেই, নেই,
- [উই]: দুই, রুই,
- [ওউ]: মৌ, বউ।
বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যথা: ঐ এবং ঔ।
» ঐ-এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [ই্]।
» একইভাবে ঔ-এর মধ্যে রয়েছে একটি পৃ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [উ্]।
অন্যদিকে,
"তিসি; মালি; মেয়ে" এর ক্ষেত্রে- দুটি পৃথক স্বরধ্বনি রয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
'Look before you leap' এর সঠিক অনুবাদ কোনটি?
Created: 1 month ago
A
লাফ দেওয়ার আগে তাকাও।
B
ভাবিয়া করিও কাজ।
C
দেখে তারপর লাফ দাও।
D
আকাশকুসুম ভাবিও না।
0
Updated: 1 month ago
'অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট' প্রবাদ প্রবচনটি কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
যোগ্যতা বা ক্ষমতাহীনের আড়ম্বর
B
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এড়িয়ে কাজ হাসিলের চেষ্টা
C
সাধারণ লোকের বিরাট বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ
D
অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড
বাংলা প্রবাদ-প্রবচন সংক্ষিপ্তভাবে জীবন ও কাজের নানা বাস্তবতা প্রকাশ করে। এগুলো থেকে শিক্ষণীয় দিকগুলো বোঝা যায়। নিচে কয়েকটি প্রবাদ-প্রবচনের ব্যাখ্যা দেওয়া হলো—
-
অধিক/অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট অর্থ অতিরিক্ত লোকের নজরদারিতে কাজ ব্যর্থ বা পণ্ড হয়।
-
ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার অর্থ যোগ্যতা বা ক্ষমতাহীন ব্যক্তির ভণ্ডামি বা আড়ম্বর।
-
আদার ব্যাপারির জাহাজের খবর অর্থ সাধারণ লোকের বড় বিষয় বা ব্যাপারে অপ্রয়োজনীয় আগ্রহ প্রকাশ।
-
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এড়িয়ে বা তাদের অজান্তে কাজ হাসিলের চেষ্টা।
উৎস:
0
Updated: 1 month ago
'রাশি' শব্দযোগে গঠিত সঠিক বহুবচন শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
বৃক্ষরাশি
B
কদমরাশি
C
বালিরাশি
D
কুসুমরাশি
‘বালি’ শব্দের সঙ্গে ‘রাশি’ যুক্ত হওয়াই সবচেয়ে মানানসই ও শুদ্ধ রূপ, কারণ এখানে ‘রাশি’ অপ্রাণিবাচক পদে ব্যবহৃত একটি বহুবচনবোধক শব্দ।
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দগুলো হলো:
আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি।
উদাহরণসমূহ:
-
গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি
-
কবিতাগুচ্ছ
-
কুসুমদাম
-
কমলনিকর
-
মেঘকুঞ্জ
-
পর্বতমালা
-
তারকারাজি
-
জলরাশি
-
বালিরাশি
-
কুসুমনিচয় ইত্যাদি।
অন্যদিকে, অন্যান্য অপশনের সঠিক বহুবচন রূপ হলো—
-
কুসুমনিচয় বা কুসুমদাম
-
বৃক্ষরাজি বা বৃক্ষসমূহ
0
Updated: 3 weeks ago