কোন বানানটি প্রমিত?
A
পশ্চাদপদ
B
পশ্চাৎগামী
C
পশ্চাদ্ভূমি
D
পশ্চাৎবর্তী
উত্তরের বিবরণ
পশ্চাদ্ভূমি (প্রমিত বানান)
-
এটি একটি বিশেষ্য (নামবাচক) শব্দ।
-
শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে।
অর্থ:
-
পেছনের জায়গা বা দিক
-
কোনো ঘটনার পটভূমি বা background
তথ্যসূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?
Created: 1 month ago
A
তৎসম শব্দের বহুলতা
B
তদ্ভব শব্দের বহুলতা
C
প্রাচীনতা
D
অমার্জিততা
চলিত ভাষার বৈশিষ্ট্য:- ১. চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত। যেমন: করেছি, গিয়েছি। ২. চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত। যেমন তারা তাদের। ৩. চলিত ভাষায় ব্যবহৃত হয় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ। যেমন: হতে, দিয়ে। ৪. চলিত ভাষায় অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি প্রভৃতি শব্দের ব্যবহার বেশি। যেমন: ঘি, হাত, ধোয়া, মাথা। ৫. চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল। ৬. চলিত ভাষা পরিবর্তনশীল। ৭. চলিত ভাষা জীবন্ত ও লোকায়ত।
0
Updated: 1 month ago
কোনটি চলিত ভাষার শব্দ?
Created: 1 month ago
A
অদ্য
B
যদিও
C
তথাপি
D
নতুবা
কিছু অব্যয়পদের সাধু ও চলিত রূপের পার্থক্য নিম্নরূপ:
-
অদ্য → আজ
-
অদ্যাপি → আজও
-
কদাচ → কখনো
-
তথাপি → তবুও
-
নচেৎ → নইলে
-
নতুবা → নইলে
-
যদ্যপি → যদিও
0
Updated: 1 month ago
কোনটি চলিত রীতির শব্দ?
Created: 1 month ago
A
মাথা
B
শুকনা
C
জুতা
D
সহিত
চলিতরীতির শব্দ: মাথা
সাধুরূপ: মস্তক
সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের কিছু রূপ:
| সাধু | চলিত |
|---|---|
| আসিয়া | এসে |
| জুতা | জুতো |
| তুলা | তুলো |
| শুষ্ক / শুকনা | শুকনো |
| সহিত | সঙ্গে / সাথে |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)
0
Updated: 1 month ago