'দাঁতের বদলে দাঁত'- কোন্ মতবাদের উদাহরণ?
A
শিক্ষামূলক শাস্তি
B
প্রতিশোধমূলক শাস্তি
C
প্রতিরোধমূলক শাস্তি
D
তিরস্কারমূলক শাস্তি
উত্তরের বিবরণ
কঠোর প্রতিশোধাত্মক বা প্রতিশোধমূলক মতবাদ অনুযায়ী অপরাধের প্রকৃতির তুলনায় শাস্তিও সমানভাবে কঠোর বা নরম হওয়া উচিত; অর্থাৎ শাস্তি নির্ধারণে কেবল অপরাধের মাত্রাই মাপকাঠি।
-
মূল সূত্র: অপরাধ যদি গুরুতর হয়, শাস্তিও গুরুতর; অপরাধ যদি লঘু, শাস্তিও লঘু।
-
অবস্থা বিবেচনার প্রত্যাখ্যান: শাস্তি নির্ধারণে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অবস্থা (যেমন প্রবৃত্তি, উদ্দেশ্য, পরিপার্শ্বিক কারণ) বিবেচনার কোন মূল্য নেই।
-
উদাহরণমূলক নীতি: “চোখের বদলা চোখ”, “দাঁতের বদলা দাঁত”—এটাই আদর্শ।
-
মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা অগ্রাহ্য: অপরাধীর মানসিক অবস্থা বা পরিবেশগত কারণ নির্বিশেষে শুধুমাত্র কার্যত অপরাধটি বিচার্য।
-
চূড়ান্ত প্রয়োগ: যার দ্বারা কেউ হত্যা করেছে, সেই অপরাধীর উপযুক্ত শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রযোজ্য বলে গণ্য করা হয়।

0
Updated: 11 hours ago
হিউমের মতে, আত্মা হলো-
Created: 13 hours ago
A
মনের সমষ্টি
B
চিন্তার সমষ্টি
C
প্রত্যক্ষণের সমষ্টি
D
চেতনার সমষ্টি
"No man is anything more than a bundle or collection of different perceptions(প্রত্যক্ষণের সমষ্টি) which succeed each other with inconceivable rapidity and are in perpetual flux and movement"-
Hume, A Treatise of Human Nature

0
Updated: 13 hours ago
হিউমের মতে জ্ঞানের উৎস কী?
Created: 1 day ago
A
স্বজ্ঞা
B
প্রত্যাদেশ
C
প্রাধিকার
D
অভিজ্ঞতা
অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম জ্ঞানতত্ত্বে এমন এক মতবাদ উপস্থাপন করেন যেখানে অভিজ্ঞতাকেই জ্ঞানের একমাত্র উৎস বলা হয়েছে। তাঁর মতে, মানুষের মস্তিষ্কে জন্মগত কোনো ধারণা বা জ্ঞান থাকে না; বরং সব জ্ঞানই আসে ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা থেকে।
হিউম মানুষের মানসিক উপাদানকে দুই ভাগে ভাগ করেছেন—
-
Impressions (প্রতিভাস): সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তীব্র অনুভূতি বা অভিজ্ঞতা, যেমন দেখা, শোনা, স্পর্শ ইত্যাদি।
-
Ideas (ধারণা): এই অভিজ্ঞতার মৃদু বা পুনঃস্মরণিত রূপ, যা চিন্তা বা কল্পনা হিসেবে প্রকাশ পায়।
তাঁর মতে, ধারণা কখনোই অভিজ্ঞতার বাইরে থেকে আসে না, বরং সব ধারণাই ইন্দ্রিয়ানুভূতির ভিত্তিতে গঠিত। তাই হিউমের অভিজ্ঞতাবাদে বলা হয়— “জ্ঞানের উৎস হলো অভিজ্ঞতা।”

0
Updated: 1 day ago
'জগৎ ইচ্ছা শক্তির প্রকাশ'- উক্তিটি কার?
Created: 11 hours ago
A
এ. জে এয়ার
B
শোপেন হাওয়ার
C
ব্রাডলি
D
জি. ই ম্যুর
আর্থার শোপেনহাওয়ারের মতে, ইচ্ছাশক্তি (Will) সমগ্র জগতের মূল সত্তা ও প্রাণশক্তি। তাঁর দৃষ্টিতে, জগৎ আসলে ইচ্ছাশক্তিরই লীলাক্ষেত্র, যেখানে প্রতিটি সত্তা এই ইচ্ছাশক্তির প্রকাশ।
মূল ধারণাসমূহ—
-
ইচ্ছাশক্তিই জগতের প্রাণস্পন্দন, যা সর্বত্র বিরাজমান।
-
এটি বিদ্যমান মানবজগৎ, প্রাণিজগৎ, উদ্ভিদজগৎ ও জড়জগতে।
-
শোপেনহাওয়ারের মতে, যেখানে ইচ্ছাশক্তি নেই, সেখানে কোনো ধারণাও নেই, আর জগতও নেই — “No will: no idea, no world.”
-
অর্থাৎ, ইচ্ছাশক্তির অনুপস্থিতিতে কেবল শূন্যতা (Nothingness) বিরাজ করে।
-
তাঁর দর্শন অনুসারে, ইচ্ছাশক্তিই অস্তিত্বের মূল ভিত্তি ও জগতের গতি-প্রেরণা।

0
Updated: 11 hours ago