ব্যক্তিত্ব বিকাশে দর্শনের ভূমিকা কী?
A
বহিরাগত আকর্ষণ বৃদ্ধি
B
অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা বিকাশ
C
সামাজিক পদ সৃষ্টি
D
আর্থিক স্বাবলম্বিতা
উত্তরের বিবরণ
দর্শনচর্চা মানুষের অন্তর্দৃষ্টি (Insight) ও প্রজ্ঞা (Wisdom) বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে ব্যক্তি কেবল জ্ঞান অর্জনই নয়, নিজের চিন্তা, মূল্যবোধ ও জীবনদৃষ্টিকেও গভীরভাবে উপলব্ধি করতে শেখে।
মূল ধারণাসমূহ—
-
দর্শন মানুষকে যুক্তি ও বিশ্লেষণধর্মী চিন্তায় অভ্যস্ত করে।
-
এটি নৈতিক বোধ, আত্মজ্ঞান ও আত্মসমালোচনার ক্ষমতা বাড়ায়।
-
দর্শনের চর্চা ব্যক্তিকে বস্তুনিষ্ঠ, সহিষ্ণু ও সমন্বিত দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে।
-
ফলে দর্শন ব্যক্তির চিন্তাগত, নৈতিক ও মানসিক বিকাশে প্রত্যক্ষ ভূমিকা রাখে।
-
এভাবেই দর্শনচর্চা ব্যক্তিত্বের পূর্ণতা অর্জনের এক কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে।

0
Updated: 11 hours ago
বুদ্ধিবাদী দার্শনিকগণ জ্ঞানের ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করেন?
Created: 11 hours ago
A
অবরোহ পদ্ধতি
B
আরোহ পদ্ধতি
C
সংশ্লেষক পদ্ধতি
D
বিচারমূলক পদ্ধতি।
বুদ্ধিবাদী দার্শনিক রেনে ডেকার্ট মনে করেন, জ্ঞানের ভিত্তি যুক্তি ও বুদ্ধি। তাঁর মতে যেমন জ্যামিতিতে কিছু স্বতঃসিদ্ধ সূত্র (Axioms) থেকে অবরোহ পদ্ধতিতে (Deductive method) সিদ্ধান্তে পৌঁছানো যায়, তেমনি মানব মনের মধ্যেও কিছু স্বতঃসিদ্ধ অন্তর্নিহিত ধারণা বিদ্যমান, যেগুলো থেকেই সত্যের সন্ধান সম্ভব।
মূল ধারণাসমূহ—
-
মানুষের জ্ঞান অর্জনের উৎস হলো বুদ্ধি ও যুক্তিবোধ।
-
অবরোহ পদ্ধতি ব্যবহার করে সত্যে পৌঁছানো যায়।
-
দার্শনিক সত্যও গাণিতিক সত্যের মতোই সুনিশ্চিত ও নির্ভুল বলে তিনি মনে করেন।
-
ডেকার্টের এই দৃষ্টিভঙ্গিই আধুনিক বুদ্ধিবাদের ভিত্তি স্থাপন করে।

0
Updated: 11 hours ago
ইতিবাচক অধিকারের উদাহরণ কোনটি?
Created: 22 hours ago
A
বাক স্বাধীনতা
B
ধর্ম পালনের
C
সম্পত্তির
D
শিক্ষার
ইতিবাচক অধিকার হলো এমন অধিকার, যা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সুবিধা পাওয়ার জন্য রাষ্ট্র বা অন্যের কাছ থেকে সক্রিয় ভূমিকা আশা করে। এতে সংশ্লিষ্ট পক্ষকে কিছু করতেই হয়।
এর বিপরীতে, নেতিবাচক অধিকার মানে হলো অন্যকে কিছু না করার স্বাধীনতা দেওয়া, যেমন ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ না করা।
উদাহরণ:
-
ইতিবাচক অধিকার: শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার
-
নেতিবাচক অধিকার: বাকস্বাধীনতা বা ধর্ম পালনের স্বাধীনতা, যেখানে বাধা না দেওয়াই মূল বিষয়।

0
Updated: 22 hours ago
প্রয়োগবাদের প্রবক্তা কে?
Created: 12 hours ago
A
কান্ট
B
জন ডিউই
C
উইলিয়াম জেমস
D
শিলার
প্রয়োগবাদ একটি দার্শনিক চিন্তাধারা, যার সূচনা সি. এস. পার্স ১৮৭৮ সালে তাঁর প্রবন্ধ How to Make Our Ideas Clear-এ করেন। তবে অপশন অনুযায়ী যদি সি. এস. পার্স না থাকে, তাহলে সঠিক উত্তর হবে উইলিয়াম জেমস।
কারণ, তিনি সত্যতা সম্পর্কিত প্রয়োগবাদী মতের প্রধান প্রবক্তা, যিনি ১৮৯৮ সালে এই চিন্তাধারাকে নতুনভাবে তুলে ধরেন এবং জনপ্রিয়তা দেন।

0
Updated: 12 hours ago