জড়বাদের মতে জ্ঞানের উৎস-
A
প্রজ্ঞা
B
প্রত্যক্ষণ
C
স্বত্বা
D
আকার
উত্তরের বিবরণ
জড়বাদীদের মতে, প্রত্যক্ষণই জ্ঞানের একমাত্র উৎস ও প্রমাণ। অর্থাৎ, যা প্রত্যক্ষভাবে অনুভব বা উপলব্ধি করা যায় না, তার অস্তিত্ব স্বীকার করা যায় না।
মূল ধারণাসমূহ—
-
প্রত্যক্ষণযোগ্য বস্তুই বাস্তব, কারণ কেবল জড় পদার্থই ইন্দ্রিয়ের মাধ্যমে জানা সম্ভব।
-
অপ্রত্যক্ষ বিষয়, যেমন—ঈশ্বর, আত্মা, পরলোক ইত্যাদি—অস্তিত্বহীন বা অগ্রাহ্য বলে বিবেচিত।
-
জগতের সমস্ত কিছুই জড় পদার্থের রূপান্তর বা বিকাশ, তাই জড়ই একমাত্র বাস্তব সত্তা।
-
ফলে জড়বাদীরা আধ্যাত্মিক বা অতিপ্রাকৃত তত্ত্বকে অস্বীকার করেন এবং প্রত্যক্ষ অভিজ্ঞতাকেই সত্য জ্ঞানের ভিত্তি হিসেবে গ্রহণ করেন।

0
Updated: 11 hours ago
বাংলাদেশের কোন দর্শনের সাথে মরমী চিন্তাধারার সংশ্লেষ্ট রয়েছে?
Created: 23 hours ago
A
বৈষ্ণববাদ
B
বাউলবাদ
C
ফারাইজি দর্শন
D
চর্যাপদ
বাংলাদেশে বাউলবাদ হলো মরমী ধারার দর্শন এরা মূলত সাধন-ভজন গোষ্ঠী দেহ-সাধনা করে। এই মতবাদ সুফিবাদ ও সহজিয়া সাধনার মিশ্রণ, যেখানে মানবদেহকেই সব সত্যের কেন্দ্র বলে মনে করা হয়।

0
Updated: 23 hours ago
গীত গোবিন্দ কোন ভাষায় রচিত?
Created: 13 hours ago
A
গ্রীক
B
ইংরেজী
C
সংস্কৃত
D
ফারসি
গীতগোবিন্দ একটি সংস্কৃত ভাষায় রচিত কাব্যগ্রন্থ, যার রচয়িতা ছিলেন জয়দেব। এই কাব্যে মূলত রাধা ও কৃষ্ণের প্রেমলীলার কাব্যিক ও ভক্তিমূলক চিত্র তুলে ধরা হয়েছে।

0
Updated: 13 hours ago
'সুখই একমাত্র অভ্যন্তরীণ মূল্যবোধ'- এই মতবাদ কে বলা হয়-
Created: 13 hours ago
A
সুখবাদ
B
উপযোগবাদ
C
অস্তিত্ববাদ
D
পূর্ণতাবাদ
সুখবাদ (Hedonism) মতে, সুখই নৈতিক আদর্শ—মানুষের কাজের নৈতিকতা নির্ধারিত হয় তা সুখ আনে কি না তার উপর ভিত্তি করে।
এই মতানুসারে—
-
সুখ (Hedone) মানব জীবনের পরমকল্যাণ।
-
যে কাজ সুখ দেয় তা নৈতিক, আর যে কাজ দুঃখ আনে, তা অনুচিত।
-
মানুষের কর্তব্য হলো সুখ অন্বেষণ করা ও দুঃখ পরিহার করা।
অতএব, সুখই একমাত্র অভ্যন্তরীণ মূল্যবোধ, যার আলোকে নৈতিকতা নির্ধারিত হয়।

0
Updated: 13 hours ago