কান্টের নীতিদর্শনের মূল বিষয়গুলো সংক্ষেপে:
-
ক্যাটাগরিক্যাল ইম্পেরেটিভ:
এটি একটি সর্বজনীন ও শর্তহীন নৈতিক আদেশ, যা ব্যক্তিগত ইচ্ছার ঊর্ধ্বে। -
সৎ ইচ্ছা (Good Will):
সদিচ্ছাই একমাত্র নৈতিকভাবে ভালো, যদি তা কর্তব্যবোধ থেকে উৎসারিত হয়। -
মানুষকে লক্ষ্য হিসেবে দেখা:
মানুষকে কখনোই উপায় হিসেবে নয়, বরং নিজস্ব মূল্যসহ একটি লক্ষ্য হিসেবে বিবেচনা করতে হবে। -
যুক্তির ভূমিকা:
নৈতিকতা হবে যুক্তিনির্ভর, কোনো ধর্মীয় বা বাইরের কর্তৃত্বে নির্ভরশীল নয়।