"যদি আকাশে মেঘ থাকে তাহলে বৃষ্টি হবে।
আকাশে মেঘ নেই।
সুতরাং বৃষ্টি হবে না। " এখানে কোন্ ভ্রান্তি ঘটেছে?
A
গঠনমূলক ধারা
B
পূর্বগ অস্বীকৃতি
C
ধ্বংসমূলক ধারা
D
অনুগ স্বীকৃতি
উত্তরের বিবরণ
পূর্বগ অস্বীকৃতি (Denial of the Antecedent) হলো একটি যৌক্তিক অনুপপত্তি বা ত্রুটি, যেখানে কোনো শর্তমূলক অনুমানের (conditional argument) প্রথম অংশ বা পূর্বগ (antecedent)-কে অস্বীকার করে ভুলভাবে অনুগ (consequent)-কেও অস্বীকার করা হয়।
মূল ধারণাসমূহ—
-
এর গঠন সাধারণত এমন:
-
যদি P হয়, তবে Q হবে।
-
কিন্তু P নয়।
-
অতএব, Q নয়।
-
-
এই সিদ্ধান্তটি ভ্রান্ত, কারণ P না থাকলেও Q অন্য কারণে সত্য হতে পারে।
-
উদাহরণ: যদি আকাশে মেঘ থাকে, তবে বৃষ্টি হবে।
আকাশে মেঘ নেই, তাই বৃষ্টি হবে না।
এখানে পূর্বগ (আকাশে মেঘ) অস্বীকার করে অনুগ (বৃষ্টি হওয়া) অস্বীকার করা হয়েছে—ফলে এটি পূর্বগ অস্বীকৃতির ভ্রান্তি। -
অর্থাৎ, পূর্বগ অস্বীকার করে অনুগ অস্বীকার করা যৌক্তিকভাবে অবৈধ সিদ্ধান্ত।

0
Updated: 11 hours ago
নৈতিক অশুভ এর কারণ কী?
Created: 22 hours ago
A
মানুষের স্বাধীন ইচ্ছা
B
প্রকৃতিক নিয়ম
C
ঈশ্বরের ইচ্ছা
D
নিয়তি
প্রাকৃতিক অনিষ্ট ও নৈতিক অনিষ্ট (natural evil and moral evil) : যে সকল ক্রিয়া মানুষের কল্যাণ প্রচেষ্টাকে নস্যাৎ করে দেয় তাকে অনিষ্ট বা অকল্যাণ বলা হয়। অনিষ্ট দুই শ্রেণীতে বিভক্ত, যথা- প্রাকৃতিক অনিষ্ট এবং নৈতিক অনিষ্ট। প্রাকৃতিক অনিষ্ট প্রাকৃতিক শক্তির ধ্বংসাত্মক ক্রিয়া, এটা প্রাকৃতিক নিয়মের ওপর নির্ভরশীল। ভূমিকম্প, ঘূর্ণিবাত্যা, ঝটিকা, দুর্ভিক্ষ, বন্যা, মহামারী, কীটপতঙ্গের উপদ্রব প্রভৃতি প্রাকৃতিক অনিষ্ট।
পক্ষান্তরে, নৈতিক অনিষ্ট বা অশুভ (moral evil) মানুষের ইচ্ছা নির্ভর। মানুষের ইচ্ছাকৃত নৈতিক নিয়ম লঙ্ঘন থেকে নৈতিক অনিষ্টের উত্তর হয়ে থাকে। নৈতিক অনিষ্ট মানুষের ইচ্ছানির্ভর এবং এটা নৈতিক বিচারের অধীন।

0
Updated: 22 hours ago
কোনটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান নয়?
Created: 1 day ago
A
যুক্তিবিদ্যা
B
নীতিবিদ্যা
C
মনোবিজ্ঞান
D
নন্দন তত্ত্ব
যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা ও নন্দনতত্ত্ব— এই তিনটি বিদ্যা মানবচেতনা, চিন্তা ও মূল্যবোধ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। এদের লক্ষ্য হলো কীভাবে মানুষ ভাবনা, নীতি ও সৌন্দর্যের আদর্শ অনুধাবন ও প্রতিষ্ঠা করতে পারে, তা নির্ধারণ করা। এই কারণেই এগুলোকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান (Normative Sciences) বলা হয়।
-
যুক্তিবিদ্যা নির্ধারণ করে সঠিক চিন্তা বা যুক্তির আদর্শ।
-
নীতিবিদ্যা নির্দেশ করে নৈতিক আচরণ ও সৎ জীবনের আদর্শ।
-
নন্দনতত্ত্ব নির্ধারণ করে সৌন্দর্যের উপলব্ধি ও রুচির আদর্শ।
অন্যদিকে, মনোবিজ্ঞান মানুষের মানসিক প্রক্রিয়া, আচরণ ও অভিজ্ঞতাকে পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করে। এটি কোনো আদর্শ নির্ধারণ করে না; বরং বাস্তব ঘটনার ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার কারণ ও ফল বিশ্লেষণ করে। এজন্য একে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান (Positive or Empirical Science)।
অতএব, প্রথম তিনটি বিজ্ঞান মানবচিন্তার আদর্শ নির্ধারণে নিয়োজিত, আর মনোবিজ্ঞান বাস্তব পর্যবেক্ষণ ও অভিজ্ঞতানির্ভর বিশ্লেষণে ভিত্তিক।

0
Updated: 1 day ago
ব্যক্তিত্ব বিকাশে দর্শনের ভূমিকা কী?
Created: 11 hours ago
A
বহিরাগত আকর্ষণ বৃদ্ধি
B
অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা বিকাশ
C
সামাজিক পদ সৃষ্টি
D
আর্থিক স্বাবলম্বিতা
দর্শনচর্চা মানুষের অন্তর্দৃষ্টি (Insight) ও প্রজ্ঞা (Wisdom) বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে ব্যক্তি কেবল জ্ঞান অর্জনই নয়, নিজের চিন্তা, মূল্যবোধ ও জীবনদৃষ্টিকেও গভীরভাবে উপলব্ধি করতে শেখে।
মূল ধারণাসমূহ—
-
দর্শন মানুষকে যুক্তি ও বিশ্লেষণধর্মী চিন্তায় অভ্যস্ত করে।
-
এটি নৈতিক বোধ, আত্মজ্ঞান ও আত্মসমালোচনার ক্ষমতা বাড়ায়।
-
দর্শনের চর্চা ব্যক্তিকে বস্তুনিষ্ঠ, সহিষ্ণু ও সমন্বিত দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে।
-
ফলে দর্শন ব্যক্তির চিন্তাগত, নৈতিক ও মানসিক বিকাশে প্রত্যক্ষ ভূমিকা রাখে।
-
এভাবেই দর্শনচর্চা ব্যক্তিত্বের পূর্ণতা অর্জনের এক কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে।

0
Updated: 11 hours ago