'আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।' - কার লেখা?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
গোলাম মোস্তফা
D
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরের বিবরণ
উক্ত উদ্ধৃতাংশটি
"আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত,
ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত।"
— "কৃষাণের গান" কবিতার অংশ, যার রচয়িতা হলেন: কাজী নজরুল ইসলাম।
• প্রশ্নে উল্লিখিত পঙক্তিগুলো কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘কৃষাণের গান’ থেকে নেওয়া। এই কবিতাটি নজরুলের বিদ্রোহী সুর ও শোষিত-বঞ্চিত কৃষক সমাজের প্রতি সহানুভূতির প্রকাশ। কবিতাটি কৃষকদের দুর্দশা, শোষণ, এবং তাদের প্রতিরোধের আহ্বানকে তুলে ধরে, যা নজরুলের বিপ্লবী ও সমাজচেতনামূলক কাব্যশৈলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
-------------------
কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া।
-----------------------
কৃষাণের গান- কবিতা
ওঠ রে চাষি জগদ্বাসী ধর কষে লাঙল।
আমরা মরতে আছি – ভালো করেই মরব এবার চল॥
মোদের উঠান-ভরা শস্য ছিল হাস্য-ভরা দেশ
ওই বৈশ্য দেশের দস্যু এসে লাঞ্ছনার নাই শেষ,
ও ভাই লক্ষ হাতে টানছে তারা লক্ষ্মী মায়ের কেশ,
আজ মা-র কাঁদনে লোনা হল সাত সাগরের জল॥
ও ভাই আমরা ছিলাম পরম সুখী, ছিলাম দেশের প্রাণ
তখন গলায় গলায় গান ছিল ভাই, গোলায় গোলায় ধান,
আজ কোথায় বা সে গান গেল ভাই কোথায় সে কৃষাণ?
ও ভাই মোদের রক্ত জল হয়ে আজ ভরতেছে বোতল।
আজ চারদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত
ও ভাই জোঁকের মতন শুষছে রক্ত, কাড়ছে থালার ভাত,
মোর বুকের কাছে মরছে খোকা, নাইকো আমার হাত।
আর সতী মেয়ের বসন কেড়ে খেলছে খেলা খল॥
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর। বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার কারণে কারারুদ্ধ হন?
Created: 3 days ago
A
বিদ্রোহী
B
ধূমকেতু
C
আনন্দময়ীর আগমনে
D
প্রলোয়াল্লাস
‘আনন্দময়ীর আগমনে’ কবিতার কারণে কাজী নজরুল ইসলামের উপর কারাদণ্ড আরোপিত হয়েছিল। কবিতাটি ধূমকেতু পত্রিকার ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পর কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ নভেম্বর গ্রেফতার হন। এই কবিতা তাঁর "দোলনচাঁপা" কাব্যগ্রন্থের অন্তর্গত।
-
কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
-
ডাক নাম: দুখু মিয়া, ত্যাড়া ক্ষ্যাপা, নজর আলি, নুরু, ব্যাঙাচি।
-
পরিচিতি: বাংলা সাহিত্যের ইতিহাসে ‘বিদ্রোহী কবি’, মুক্তক ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র (২৯ আগস্ট ১৯৭৬)।
-
-
কাব্যগ্রন্থসমূহ
কাজী নজরুল ইসলামের মোট কাব্যগ্রন্থ ২২টি। প্রধান কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:-
অগ্নি-বীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
ফণি-মণসা
-
জিঞ্জির
-
সন্ধ্যা
-
প্রলয়শিখা
-
সিন্দু-হিন্দোল
-
বিদ্রোহী
-
প্রলোয়াল্লাস
-
ধূমকেতু
-
এছাড়াও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও কাব্যপ্রবৃত্তি বাংলা সাহিত্যে বিদ্রোহী চেতনার প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছে।

0
Updated: 3 days ago
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 2 months ago
A
ঝরা পালক বেলা অবেলা কালবেলা বাংলার রূপ মহাপৃথিবী
B
A
C
A
D
A
Coming

0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলাম সম্পাদিত সান্ধ্য দৈনিক পত্রিকা কোনটি?
Created: 1 month ago
A
লাঙ্গল
B
নবযুগ
C
ধূমকেতু
D
কল্লোল
আসছে

0
Updated: 1 month ago