'আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
অর্ণব
B
রাতুল
C
অর্ক
D
জলধি
উত্তরের বিবরণ
‘আফতাব’ শব্দের সমার্থক শব্দ হলো ‘অর্ক’
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দগুলো হলো:
অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি, তপন, মার্তণ্ড, সবিতা ইত্যাদি।
অন্যদিকে,
‘অর্ণব’ এবং ‘জলধি’ শব্দ দুটি সমুদ্রের জন্য ব্যবহৃত হয়।
আর ‘রাতুল’ শব্দের অর্থ হলো লাল বা রক্তবর্ণ।
উৎস: ভাষা-শিক্ষা (ড. হায়াৎ মামুদ), বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
নিচের কোন শব্দটি সমার্থক শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ?
Created: 1 month ago
A
একমাত্র
B
সম্মুখবর্তী
C
কেবলমাত্র
D
সমৃদ্ধশালী
‘কেবলমাত্র’ শব্দটি অপপ্রয়োগ।
-
এটি ঘটে সমার্থক শব্দের বাহুল্যজনিত কারণে।
-
এখানে ‘কেবল’ এবং ‘মাত্র’ দুটি একই অর্থের শব্দ একত্রে ব্যবহৃত হয়েছে।
-
একই কারণে কেবলমাত্র অশুদ্ধ।
অন্যদিকে, অপশনের অন্যান্য শব্দগুলোর শুদ্ধ প্রয়োগ হয়েছে।
0
Updated: 1 month ago
'সিংহ' এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুরঙ্গ
B
ভুজঙ্গ
C
মৃগেন্দ্র
D
কুঞ্জর
‘সিংহ’ শব্দের প্রতিশব্দ হলো মৃগেন্দ্র। একই রকম অর্থে ব্যবহার করা যায় আরও কিছু সমার্থক শব্দের মাধ্যমে, যেমন:
-
পশুরাজ
-
কেশরী
-
মৃগেন্দ্র
-
মৃগরাজ
অন্যান্য পশু ও তাদের প্রতিশব্দ:
-
ভুজঙ্গ = সাপ
-
কুরঙ্গ = হরিণ
-
কুঞ্জর = হাতি
উৎস:
0
Updated: 1 month ago
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'বন'
Created: 1 month ago
A
সরোজ
B
কান্তার
C
পাদপ
D
অরবিন্দ
বন, পদ্ম ও বৃক্ষ শব্দগুলোর সমার্থক শব্দগুলো整理 করা হলো।
-
বন
-
সমার্থক শব্দ: অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী
-
-
পদ্ম
-
সমার্থক শব্দ: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
-
-
বৃক্ষ
-
সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ
-
0
Updated: 1 month ago