সহানুমানের মৌলিক নিয়ম কয়টি?
A
দশটি
B
আটটি
C
ছয়টি
D
চারটি
উত্তরের বিবরণ
উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেশ কিছু পাঠ্যপুস্তকে সহানুমানের মৌলিক নিয়মের সংখ্যা ১০টি বলা হয়েছে। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বইয়ে এই নিয়মের সংখ্যা ১১টি হিসেবে উল্লেখ আছে।
মূল ধারণাসমূহ—
-
বিভিন্ন পাঠ্যসূত্রে সহানুমানের নিয়মের সংখ্যায় পার্থক্য দেখা যায়।
-
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাধারণ পাঠ্যবই অনুযায়ী মৌলিক নিয়মের সংখ্যা ১০টি।
-
প্রশ্নের অপশনে ১১ না থাকায় সঠিক উত্তর ১০টি ধরা হয়।
-
এই পার্থক্য মূলত বইভেদে উপস্থাপনার তারতম্য থেকে উদ্ভূত।

0
Updated: 11 hours ago
নিশ্চল জড়বাদের প্রবর্তক কে?
Created: 23 hours ago
A
জন ডাল্টন
B
থেলিস
C
নিউটন
D
লর্ড কেলভিন
নিশ্চল জড়বাদ (Static Theory of Matter) উনিশ শতকের প্রথম ভাগে প্রখ্যাত রসায়নবিদ জন ডাল্টন (১৭৬৬–১৮৪৪) প্রবর্তন করেন। তিনি প্রাচীন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের পরমাণুবাদ থেকে অনুপ্রাণিত হয়ে তাঁর এই তত্ত্ব উপস্থাপন করেন।
ডাল্টনের মতে, যেকোনো বস্তুকে ক্রমাগত বিভক্ত করলে তা একসময় কিছু সূক্ষ্ম কণিকায় পরিণত হয়, যেগুলোকে বলা হয় পরমাণু (Atom)। এই পরমাণুগুলো—
-
খালি চোখে দেখা যায় না,
-
অভেদ্য ও অবিনশ্বর,
-
এবং স্বভাবে নিশ্চল বা গতিহীন।
তবে ডাল্টন মনে করেন, বাইরের শক্তি প্রয়োগ করলে এই স্থির পরমাণুগুলো সক্রিয় ও সচল হয়ে ওঠে এবং বিভিন্ন বস্তুর গঠন ও রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়।
অতএব, ডাল্টনের এই তত্ত্বে বস্তুজগতের ভিত্তি হিসেবে পরমাণুকে স্থির কিন্তু শক্তিপ্রভাবনীয় সত্তা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যা পরবর্তীতে আধুনিক পরমাণুবাদের ভিত্তি স্থাপন করে।

0
Updated: 23 hours ago
পরানীতিবিদ্যা কোন ধরণের দর্শন?
Created: 22 hours ago
A
আদর্শমূলক
B
সংশয়বাদী
C
সুখবাদী
D
বিশ্লেষণমূলক
নীতিবিদ্যার গতানুগতিক ধারণায় পরিবর্তন আনতেই জন্ম নেয় পরনীতিবিদ্যা (Metaethics), যাকে বিশ্লেষণী নীতিবিদ্যাও বলা হয়। এর মূল উদ্দেশ্য হলো নৈতিক ধারণা ও ভাষার বিশ্লেষণ করে তাদের প্রকৃত অর্থ স্পষ্ট করা।
এই ধারার পেছনে জি. ই. ম্যুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নৈতিক শব্দ ও ধারণা যেমন “ভালো”–এর অর্থ বিশ্লেষণ করে দেখাতে চান যে, এগুলোকে সরাসরি সংজ্ঞায়িত করা যায় না।
এই ধারার মাধ্যমে নীতিবিদ্যায় উঠে আসে বিভিন্ন মতবাদ যেমন:
-
প্রকৃতিবাদ
-
অপ্রকৃতিবাদ
-
আবেগবাদ
-
নির্দেশবাদ
-
বর্ণনাবাদ
এসব মতবাদ নৈতিক অবধারণার স্বরূপ ব্যাখ্যা করতে চেষ্টা করে।

0
Updated: 22 hours ago
পুরুষ ও প্রকৃতি সাংখ্য দর্শনে এই দু'টি কী?
Created: 11 hours ago
A
দুইটি ভিন্ন ঈশ্বর
B
ভালো ও মন্দশক্তি
C
দুটি স্বাধীন ও চিরন্তণ মৌলিক সত্তা
D
মন ও দেহের অংশ
সাংখ্য দর্শন অনুসারে জগতের ভিত্তি দুটি স্বতন্ত্র ও চিরন্তন মৌলিক সত্তার উপর প্রতিষ্ঠিত—পুরুষ ও প্রকৃতি।
মূল ধারণাসমূহ—
-
পুরুষ: এটি চৈতন্যসত্তা বা সচেতন নীতি, যা জ্ঞাতা, নির্বিকার ও নিষ্ক্রিয়।
-
প্রকৃতি: এটি অচেতন বা জড় নীতি, যা পরিবর্তনশীল এবং জগতের সকল সৃষ্টি ও বিকাশের কারণ।
-
উভয়ই স্বাধীন ও অনাদি (eternal and independent); একটির সৃষ্টি অন্যটির দ্বারা নয়।
-
পুরুষ ও প্রকৃতির সংযোগ থেকেই জগতের উদ্ভব ঘটে।
-
তাই সাংখ্য দর্শনকে বলা হয় দ্বৈতবাদী দর্শন, কারণ এটি দুটি মৌলিক সত্তার অস্তিত্ব স্বীকার করে।

0
Updated: 11 hours ago