১৮৩৪ সালের দারিদ্র্য আইনে অক্ষম দরিদ্রের জন্য কী ধরনের ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল? 

A

আংশিক সাহায্য ব্যবস্থা চালু করা

B

শ্রমাগারে পাঠানো

C

প্রশিক্ষণের ব্যবস্থা করা

D

বহিঃসাহায্যের ব্যবস্থা করা (Outdoor relief)

উত্তরের বিবরণ

img

১৮৩৪ সালের দারিদ্র্য আইন (Poor Law Amendment Act of 1834) ইংল্যান্ডে প্রণীত একটি গুরুত্বপূর্ণ সামাজিক আইন, যা পূর্ববর্তী ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের সংস্কার হিসেবে কার্যকর হয়। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সীমিত করা এবং কাজ করতে সক্ষম দরিদ্রদের মধ্যে কর্মস্পৃহা জাগিয়ে তোলা।

এই আইনে বিশেষভাবে অক্ষম দরিদ্রদের জন্য বহিঃসাহায্য (Outdoor Relief) প্রদানের ব্যবস্থা সুপারিশ করা হয়। বহিঃসাহায্য বলতে বোঝায়—যেসব দরিদ্র ব্যক্তি শারীরিকভাবে কাজ করতে অক্ষম, যেমন বৃদ্ধ, অসুস্থ, শিশু এবং বিধবা, তাদেরকে কর্মশালায় না পাঠিয়ে নিজ নিজ বাসস্থানে থেকে আর্থিক বা খাদ্য সহায়তা প্রদান করা।

অন্যদিকে, যারা কর্মক্ষম দরিদ্র, তাদের জন্য কর্মশালাভিত্তিক সহায়তা বা Indoor Relief নীতি প্রয়োগ করা হয়েছিল, যাতে তারা কাজের মাধ্যমে জীবিকা নির্বাহে অভ্যস্ত হয়।

১৮৩৪ সালের দারিদ্র্য আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ:
১) কাজ করতে সক্ষম দরিদ্রদের জন্য কর্মশালার ব্যবস্থা।
২) অক্ষম দরিদ্রদের জন্য বহিঃসাহায্য প্রদান।
৩) দরিদ্র তহবিল ব্যবস্থাপনায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জোরদার করা।
৪) দরিদ্রতা নিরসনের পরিবর্তে কর্মসংস্থানের ওপর জোর দেওয়া।

১৮৩৪ সালের দারিদ্র্য আইনে বহিঃসাহায্য ব্যবস্থা শুধু অক্ষম, বৃদ্ধ, অসুস্থ, শিশু ও বিধবাদের জন্য প্রযোজ্য ছিল, যা তৎকালীন সমাজে মানবিক সহায়তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।

Unfavorite

0

Updated: 11 hours ago

Related MCQ

সমাজকর্মে মাঠকর্ম (Field Work) বলতে বোঝায়? 

Created: 13 hours ago

A

তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার অনুশীলন

B

তথ্য সংগ্রহকরণ

C

মাঠে কাজ করা

D

গবেষনা করা

Unfavorite

0

Updated: 13 hours ago

দল সমাজকর্মের উপাদান নয় কোনটি? 

Created: 1 day ago

A

দল সমাজকর্মী

B

দলীয় প্রক্রিয়া

C

দলের আর্থিক সামর্থ্য

D

দল সমাজকর্ম এজেন্সী

Unfavorite

0

Updated: 1 day ago

কুমিল্লা মডেলের উদ্ভাবক হলেন-

Created: 1 day ago

A

হেনরি ডুনান্ট

B

অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম

C

ড. আখতার হামিদ খান

D

ব্যাডেন পাওয়েল

Unfavorite

0

Updated: 1 day ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD