আধুনিক বস্তুবাদীরা মূলত বিজ্ঞান ও যুক্তিনির্ভর চিন্তাধারাকেই সত্য ও জ্ঞানের একমাত্র ভিত্তি হিসেবে গ্রহণ করে। তাদের মতে, পৃথিবীর সব কিছুই বস্তুমূলক ও প্রাকৃতিক নিয়মে পরিচালিত হয়; অতএব বাস্তবতার ব্যাখ্যা দিতে অতিপ্রাকৃত বা ইন্দ্রিয়াতীত কোনো সত্তার প্রয়োজন নেই। তারা বিশ্বাস করে, জগতের প্রতিটি ঘটনা কারণ-নির্ভর, এবং তা পর্যবেক্ষণ, পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে বোঝা সম্ভব। ফলে আধুনিক বস্তুবাদী চিন্তা মানুষকে অন্ধবিশ্বাস বা ধর্মীয় নির্ভরতা থেকে মুক্ত করে যুক্তি ও বিজ্ঞানের আলোকে বাস্তবতা অনুধাবনের পথে পরিচালিত করে।
যে দার্শনিক প্রবণতা অনুসারে বাস্তবতার মূলভিত্তি জড়বস্তু নয় বরং মন- তাকে কি বলে?
A
রহস্যবাদ
B
ভাববাদ
C
বস্তুবাদ
D
মানবতাবাদ
উত্তরের বিবরণ
ভাববাদ (Idealism) অনুসারে, জড়বস্তুর কোনো মন-নিরপেক্ষ সত্তা নেই। অর্থাৎ বাস্তবতা বা জড়জগতের অস্তিত্ব পুরোপুরি মনের উপর নির্ভরশীল।
জগৎ যেমন আমরা অনুভব করি, তা আসলে চেতনা, ধারণা বা অভিজ্ঞতার ফল, নিজে থেকে কোনো স্বাধীন অস্তিত্ব নয়।

0
Updated: 12 hours ago
Related MCQ
ইউরোপে অ্যাভেরোস নামে পরিচিত ছিলেন কোন্ মুসলিম দার্শনিক?
Created: 13 hours ago
A
ইবনে সিনা
B
ইবনে রুশদ
C
আল ফারাবী
D
আল গাজ্জালী
ইবনে রুশদ, যিনি ইউরোপে ‘অ্যাভেরোস’ নামে পরিচিত, ছিলেন একজন মধ্যযুগীয় স্প্যানিশ মুসলিম দার্শনিক। তাঁর মূল পরিচিতি আসে অ্যারিস্টটলের দর্শনের ভাষ্যকার হিসেবে।
আবু আল-ওয়ালিদ মুহাম্মদ ইবনে আহমাদ ইবনে রুশদ তাঁর পূর্ণ নাম, আর এরই ল্যাটিন রূপ ‘Averroes’—যার মাধ্যমে তিনি পশ্চিমা দার্শনিক চিন্তায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন।

0
Updated: 13 hours ago
আধুনিক বস্তুবাদীরা সাধারণত কীসের উপর বেশি নির্ভর করে?
Created: 1 day ago
A
ব্যক্তিগত চিন্তা
B
অধ্যাত্মিক অভিজ্ঞতা
C
বিজ্ঞান ও যুক্তি
D
ধর্মীয় বিশ্বাস

0
Updated: 1 day ago
জড়বাদীদের মতে সত্তার স্বরূপ হলো-
Created: 11 hours ago
A
কেবল ভৌত বা জড়
B
কেবল মন
C
মন ও বস্তু উভয়ই
D
কেবল চেতনা
জড়বাদীদের (Materialists) মতে, জগতের মূল বা আদি উপাদান হলো জড় পদার্থ। তাঁদের ধারণা অনুযায়ী, বিশ্বের সমস্ত কিছু—প্রাণ, মন ও চেতনা পর্যন্ত—এই জড় পদার্থ থেকেই উদ্ভূত।
মূল ধারণাসমূহ—
-
জড় পদার্থই জগতের মূল সত্তা; এর বাইরে স্বাধীন কোনো আত্মা বা চেতনার অস্তিত্ব নেই।
-
প্রাণ ও মন জড় পদার্থেরই উন্নত বা সূক্ষ্ম রূপ।
-
সমস্ত প্রাকৃতিক ও মানসিক ঘটনা জড় পদার্থের গঠন ও পরিবর্তনের ফল।
-
এই মতবাদ অনুসারে, চৈতন্য বা মানসিক ক্রিয়াকলাপও বস্তুজগতের নিয়মেই পরিচালিত।
-
ফলে জড়বাদীরা অধিবিদ্যাগত বা আত্মিক সত্তার অস্তিত্ব অস্বীকার করেন।

0
Updated: 11 hours ago