বাংলাদেশের সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে?
A
১৪ টি
B
১২ টি
C
১৫ টি
D
১৬ টি
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানে মোট ১৮টি মৌলিক অধিকার উল্লেখ আছে। এই অধিকারগুলো সংবিধানের তৃতীয় ভাগে (অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ক) বর্ণিত। যেহেতু প্রদত্ত অপশনে ১৮ উল্লেখ নেই, তাই যথাযথ উত্তর হবে ১৬।
কিছু গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার:
-
আইনের চোখে সমতা: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি আশ্রয় লাভের অধিকারী।
-
ধর্মীয় স্বাধীনতার অধিকার: ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য করতে পারবে না।
-
নারী-পুরুষের সমঅধিকার: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষ সমান অধিকার লাভ করবে।
-
সম্পত্তির অধিকার: নাগরিকের সুখ-শান্তি ও ব্যক্তিত্ব বিকাশে সহায়ক সামাজিক অধিকার।
-
মৌলিক অধিকারের প্রয়োগ: সংবিধানের ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিককে মৌলিক অধিকার প্রয়োগের জন্য হাইকোর্ট বিভাগে যাওয়ার অধিকার রয়েছে।

0
Updated: 13 hours ago