ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
A
কর্ম
B
ধাতু
C
প্রত্যয়
D
বিভক্তি
উত্তরের বিবরণ
ধাতু বা ক্রিয়ামূল
-
যে শব্দ দিয়ে কোনো কাজ বা কার্য বোঝায়, তাকে বলা হয় ক্রিয়াপদ।
-
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় “ধাতু” বা “ক্রিয়ামূল”।
-
ধাতু তিন ধরনের হতে পারে:
-
মৌলিক ধাতু – যেমন: খা (খাওয়া), যাও (যাওয়া)
-
সাধিত ধাতু – মূল ধাতু থেকে বানানো ধাতু
-
যৌগিক ধাতু – একাধিক ধাতু মিলিয়ে তৈরি হয়
-
ক্রিয়াপদ কীভাবে গঠিত:
-
একটি ক্রিয়াপদ বিশ্লেষণ করলে সাধারণত দুটি অংশ পাওয়া যায়:
-
ধাতু বা ক্রিয়ামূল
-
ক্রিয়া-বিভক্তি
যেমন: করলাম → ‘কর’ (ধাতু) + ‘লাম’ (ক্রিয়া-বিভক্তি)
-
কর্ম:
-
যে জিনিস বা ব্যক্তি কোনো কাজের উপর প্রভাব ফেলে বা কাজটি যার উপরে হয়, তাকে বলে কর্ম।
উদাহরণ: রানা বই পড়ে। এখানে “বই” হলো কর্ম।
বিভক্তি:
-
পদের সঙ্গে যুক্ত এমন কিছু শব্দাংশ, যা কারক বা ক্রিয়ার সময় বোঝায়, তাকে বিভক্তি বলে।
-
বিভক্তি দুই রকম:
-
ক্রিয়া-বিভক্তি – যেমন: করলাম → “লাম” হলো ক্রিয়া-বিভক্তি
-
কারক-বিভক্তি – যেমন: কৃষকের → “এর” হলো কারক-বিভক্তি
-
প্রত্যয়:
-
শব্দ বা ধাতুর শেষে এমন কিছু শব্দাংশ যুক্ত হয়, যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু নতুন শব্দ তৈরি করে, এগুলোকে প্রত্যয় বলে।
-
উদাহরণ:
-
বাঘ + আ = বাঘা
-
দিন + ইক = দৈনিক
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

0
Updated: 1 month ago
'কর্তিত' শব্দটি কোন ধাতু যোগে গঠিত?
Created: 3 weeks ago
A
কৃৎ
B
কর্
C
কৃ
D
কথ্
সংস্কৃত মূল ধাতু (Sanskrit Root Verbs)
সংজ্ঞা
-
যে সব ক্রিয়াপদ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে, সেগুলোকে সংস্কৃত মূল ধাতু বলা হয়।
-
এই ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া-বিশেষ্য বা ক্রিয়া-বিশেষণ গঠিত হয়।
উদাহরণ
সংস্কৃত ধাতু | বাংলা পদ/সাধিত পদ |
---|---|
কৃ | কুত, কর্তব্য |
কৃৎ | কর্তন, কর্তিত |
কথ | কথ্য, কথিত |
অঙ্ক | অঙ্কন, অঙ্কিত |
খাদ্ | খাদন, খাদিত |
হস্ | হাস্য, হসিত |
পঠ | পঠন, পঠিত |
দৃশ্ | দর্শন, দর্শিত |
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
Created: 4 months ago
A
শব্দ
B
কারক
C
পদ
D
ক্রিয়াপদ
• পদ:
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে৷
অন্যভাবে, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
• বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মােট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা:
- বিশেষ্য,
- সর্বনাম,
- বিশেষণ,
- ক্রিয়া,
- ক্রিয়াবিশেষণ,
- অনুসর্গ,
- যােজক,
- আবেগ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

0
Updated: 4 months ago
'মুখর' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
জ্ঞানী
B
মৌনী
C
গৌণ
D
মিতব্যয়ী
বিপরীতার্থক শব্দ
-
মুখর ↔ মৌনী
-
মূর্খ ↔ জ্ঞানী
-
মুখ্য ↔ গৌণ
-
মিতব্যয়ী ↔ অমিতব্যয়ী
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago