A
ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
B
হোয়াইট হল
C
মার্বেল চার্চ
D
বুশ হাউজ
উত্তরের বিবরণ
• ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর:
- হোয়াইট হলকে – ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর বলা হয়।
- ধর্মীয় গির্জার নাম — ওয়েস্টমিনিস্টার অ্যাবে।
- যুক্তরাজ্যের রানীর বাসভবন হচ্ছে বাকিংহাম প্যালেস/উইন্ডসর ক্যাসেল।
- যুক্তরাজ্য এর পার্লামেন্টকে প্যালেস অব ওয়েস্টমিনিস্টারও বলা হয়ে থাকে।
অন্যান্য তথ্য,
- ৯ নং ডাউনিং স্ট্রিট: বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়।
- ১০ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়।
- যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে 'Chancellor of Ex-chequer' বলা হয়।
- ১১ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়।
- ১২ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস।
তথ্যসূত্র:- যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট।

0
Updated: 2 months ago