হিউমের মতে, আত্মা হলো-
A
মনের সমষ্টি
B
চিন্তার সমষ্টি
C
প্রত্যক্ষণের সমষ্টি
D
চেতনার সমষ্টি
উত্তরের বিবরণ
"No man is anything more than a bundle or collection of different perceptions(প্রত্যক্ষণের সমষ্টি) which succeed each other with inconceivable rapidity and are in perpetual flux and movement"-
Hume, A Treatise of Human Nature

0
Updated: 13 hours ago
গীত গোবিন্দ কোন ভাষায় রচিত?
Created: 13 hours ago
A
গ্রীক
B
ইংরেজী
C
সংস্কৃত
D
ফারসি
গীতগোবিন্দ একটি সংস্কৃত ভাষায় রচিত কাব্যগ্রন্থ, যার রচয়িতা ছিলেন জয়দেব। এই কাব্যে মূলত রাধা ও কৃষ্ণের প্রেমলীলার কাব্যিক ও ভক্তিমূলক চিত্র তুলে ধরা হয়েছে।

0
Updated: 13 hours ago
কোন দার্শনিক প্রয়োগবাদী কিন্তু আমেরিকার দার্শনিক নন-
Created: 11 hours ago
A
সি এস পার্স
B
উইলিয়ামে জেমস
C
জন ডিউই
D
এফ.সি. এস শীলার
ফার্ডিনান্ড ক্যানিং স্কট শিলার (Ferdinand Canning Scott Schiller) ছিলেন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ প্রয়োগবাদী দার্শনিক। তিনি প্রয়োগবাদকে নৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন।
মূল ধারণাসমূহ—
-
শিলার ছিলেন ইউরোপের একমাত্র বিশিষ্ট ব্রিটিশ প্রয়োগবাদী চিন্তক।
-
তিনি প্রয়োগবাদে মানবিক উদ্দেশ্য ও নৈতিক কার্যকারিতার গুরুত্ব আরোপ করেন।
-
প্রশ্নে উল্লেখিত অন্য তিনজন দার্শনিক (যেমন: চার্লস স্যান্ডার্স পার্স, উইলিয়ম জেমস ও জন ডিউই) সবাই আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক।
-
ফলে, অপশনগুলোর মধ্যে শিলারই একমাত্র ব্রিটিশ, বাকি তিনজন আমেরিকান।

0
Updated: 11 hours ago
সহানুমানের মৌলিক নিয়ম কয়টি?
Created: 11 hours ago
A
দশটি
B
আটটি
C
ছয়টি
D
চারটি
উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেশ কিছু পাঠ্যপুস্তকে সহানুমানের মৌলিক নিয়মের সংখ্যা ১০টি বলা হয়েছে। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বইয়ে এই নিয়মের সংখ্যা ১১টি হিসেবে উল্লেখ আছে।
মূল ধারণাসমূহ—
-
বিভিন্ন পাঠ্যসূত্রে সহানুমানের নিয়মের সংখ্যায় পার্থক্য দেখা যায়।
-
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাধারণ পাঠ্যবই অনুযায়ী মৌলিক নিয়মের সংখ্যা ১০টি।
-
প্রশ্নের অপশনে ১১ না থাকায় সঠিক উত্তর ১০টি ধরা হয়।
-
এই পার্থক্য মূলত বইভেদে উপস্থাপনার তারতম্য থেকে উদ্ভূত।

0
Updated: 11 hours ago