রেনে ডেকার্ট মন ও শরীরকে দুটি স্বতন্ত্র সত্তা হিসেবে স্বীকার করেন এবং তাদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ (Interactionism) তত্ত্ব উপস্থাপন করেন।
এই মতে—
-
মন হলো অচেতনা ও চিন্তাশীল সত্তা,
-
শরীর হলো জড় ও বিস্তৃত সত্তা,
-
এবং এই দুই সত্তা একে অপরকে প্রভাবিত করে।
অতএব, ডেকার্টের মতে, মন-শরীর আলাদা হলেও পরস্পরের সঙ্গে ক্রিয়াশীলভাবে যুক্ত।