ইউরোপে অ্যাভেরোস নামে পরিচিত ছিলেন কোন্ মুসলিম দার্শনিক?
A
ইবনে সিনা
B
ইবনে রুশদ
C
আল ফারাবী
D
আল গাজ্জালী
উত্তরের বিবরণ
ইবনে রুশদ, যিনি ইউরোপে ‘অ্যাভেরোস’ নামে পরিচিত, ছিলেন একজন মধ্যযুগীয় স্প্যানিশ মুসলিম দার্শনিক। তাঁর মূল পরিচিতি আসে অ্যারিস্টটলের দর্শনের ভাষ্যকার হিসেবে।
আবু আল-ওয়ালিদ মুহাম্মদ ইবনে আহমাদ ইবনে রুশদ তাঁর পূর্ণ নাম, আর এরই ল্যাটিন রূপ ‘Averroes’—যার মাধ্যমে তিনি পশ্চিমা দার্শনিক চিন্তায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন।

0
Updated: 13 hours ago
দর্শন কোন ধরণের সমস্যা নিয়ে আলোচনা করে?
Created: 1 day ago
A
জগৎ সংক্রান্ত মৌলিক সমস্যা
B
জগৎ ও জীবনের সাধারণ সমস্যা
C
জগৎ ও জীবনের সকল ধরণের সমস্যা
D
জগৎ ও জীবনের মৌলিক সমস্যা
জগৎ ও জীবনের মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করা ও তার যৌক্তিক সমাধান দেওয়াই দর্শনের কাজ।

0
Updated: 1 day ago
ব্যক্তিত্ব বিকাশে দর্শনের ভূমিকা কী?
Created: 11 hours ago
A
বহিরাগত আকর্ষণ বৃদ্ধি
B
অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা বিকাশ
C
সামাজিক পদ সৃষ্টি
D
আর্থিক স্বাবলম্বিতা
দর্শনচর্চা মানুষের অন্তর্দৃষ্টি (Insight) ও প্রজ্ঞা (Wisdom) বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে ব্যক্তি কেবল জ্ঞান অর্জনই নয়, নিজের চিন্তা, মূল্যবোধ ও জীবনদৃষ্টিকেও গভীরভাবে উপলব্ধি করতে শেখে।
মূল ধারণাসমূহ—
-
দর্শন মানুষকে যুক্তি ও বিশ্লেষণধর্মী চিন্তায় অভ্যস্ত করে।
-
এটি নৈতিক বোধ, আত্মজ্ঞান ও আত্মসমালোচনার ক্ষমতা বাড়ায়।
-
দর্শনের চর্চা ব্যক্তিকে বস্তুনিষ্ঠ, সহিষ্ণু ও সমন্বিত দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে।
-
ফলে দর্শন ব্যক্তির চিন্তাগত, নৈতিক ও মানসিক বিকাশে প্রত্যক্ষ ভূমিকা রাখে।
-
এভাবেই দর্শনচর্চা ব্যক্তিত্বের পূর্ণতা অর্জনের এক কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে।

0
Updated: 11 hours ago
সৃষ্টিতত্ত্ব কী?
Created: 1 day ago
A
বিজ্ঞান ভিত্তিক মতবাদ
B
ক্রম-পরিবর্তনবাদ
C
জাগতিকবাদ
D
ধর্মভিত্তিক দার্শনিক মতবাদ
সৃষ্টি তত্ত্ব (The Theory of Creation) অনুসারে, আদিতে একমাত্র ঈশ্বর ব্যতীত অন্য কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এক নির্দিষ্ট সময়ে ঈশ্বর নিজের ইচ্ছায় এই জগতের সৃষ্টি করেন। সৃষ্টির পর থেকে জগতের সব বস্তু তাদের মূল রূপে অপরিবর্তিত রয়েছে; অর্থাৎ সৃষ্টিকালের মতোই আজও তাদের অবস্থান বিদ্যমান। এই মতবাদে জগতের উৎপত্তি ও বিন্যাসকে ঈশ্বরের ইচ্ছা ও ক্ষমতার ফল হিসেবে ব্যাখ্যা করা হয়। তাই সৃষ্টি তত্ত্ব মূলত একটি ঈশ্বরনির্ভর ও ধর্মভিত্তিক দার্শনিক মতবাদ, যেখানে জগতের কারণ হিসেবে কোনো প্রাকৃতিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যার পরিবর্তে ঈশ্বরের সৃজনশক্তিকেই প্রধান বলা হয়েছে।

0
Updated: 1 day ago