’সুধাকর দল’ কী?
A
সুধাকর পত্রিকা ঘিরে মুসলিম কবি সাহিত্যিকদের সঙ্ঘ
B
ঊনিশ শতকের স্বার্থান্বেষী লেখকযোষ্ঠী
C
বিদ্যাসাগর অনুরাগী সাধু ভাষাপন্থী পন্ডিতদল
D
বঙ্কিম অনুরাগী চলিত ভাষাপন্থী পন্ডিতদল
উত্তরের বিবরণ
‘সুধাকর’ পত্রিকা উনিশ শতকের শেষভাগে মুসলিম সমাজে বুদ্ধিবৃত্তিক ও সাহিত্যিক জাগরণের এক গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। সে সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সহ বহু হিন্দু বুদ্ধিজীবী তাঁদের রচনায় মুসলমান সমাজ ও সংস্কৃতির বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতেন। এরই প্রতিবাদে ‘সুধাকর’ পত্রিকা সাহসিকতার সঙ্গে কলম ধরেছিল।
-
পত্রিকাটিতে ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, সমাজ ও সাহিত্য— এসব বিষয়ে বিশদ আলোচনা ছাড়াও মৌলিক সাহিত্যকর্ম প্রকাশ করা হতো।
-
এটি মুসলমান সমাজে আত্মমর্যাদা, ঐতিহ্যবোধ ও বৌদ্ধিক জাগরণ সৃষ্টি করে।
-
‘সুধাকর’ পত্রিকার চারপাশে একদল শিক্ষিত ও প্রগতিশীল মুসলিম লেখক একত্রিত হন, যাঁদের ‘সুধাকর দল’ নামে অভিহিত করা হয়।
-
এই দলটির মাধ্যমে বাংলা ভাষায় মুসলমান লেখকদের সাহিত্যিক অভিব্যক্তি ও সমাজচেতনা সুসংগঠিতভাবে বিকশিত হয়।
-
ফলে ‘সুধাকর’ কেবল একটি সাময়িকী নয়, বরং বাংলার মুসলিম পুনর্জাগরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

0
Updated: 15 hours ago
'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
Created: 2 months ago
A
মোজাম্মেল হক
B
মোহাম্মদ আকরম খাঁ
C
মোহাম্মদ নাসিরুদ্দিন
D
আবুল কালাম শামসুদ্দিন
'সওগাত' পত্রিকা:
-
১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়।
-
কাজী নজরুল ইসলাম ছিলেন সওগাতের প্রধান লেখকদের একজন।
- তিনি করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামে একটি ছোট গল্প পাঠান।
- এটিই তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখা। -
সওগাতের অন্যান্য প্রধান লেখক: বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ, আবুল ফজল।
-
এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এতে লিখেছেন।
অন্য পত্রিকা ও সম্পাদক:
-
মোহাম্মদ মোজাম্মেল হক – 'মোসলেম ভারত'
-
মোহাম্মদ আকরাম খাঁ – সাপ্তাহিক 'মোহাম্মদী'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
কত সালে 'শিখা' পত্রিকা প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯২৭ সালে
B
১৯২৩ সালে
C
১৯২৫ সালে
D
১৯৩০ সালে
শিখা পত্রিকা ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য-সমাজে প্রতিষ্ঠিত হয়। ১৯২৭ সালে ‘শিখা’ নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক। শিখা বছরে একবার প্রকাশিত হত এবং মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত ও মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত হতো।
শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়। এটি সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের, তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে। পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকাণ্ডের পরিচয় বহন করত। প্রতিটি সংখ্যার শিরোদেশে মুদ্রিত থাকত: ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।

0
Updated: 1 month ago
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
Created: 1 month ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
সংবাদ প্রভাকর
D
বেঙ্গল গেজেট
সংবাদ প্রভাকর ছিল বাংলা ভাষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ১৮৩১ সালে এটি প্রথমে সাপ্তাহিক আকারে প্রকাশ করেন। কিছুদিনের মধ্যেই এটি বন্ধ হয়ে গেলেও ১৮৩৬ সালে পুনরায় প্রকাশিত হয়। পরে ১৮৩৯ সালে সংবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। সংবাদ প্রকাশের পাশাপাশি এতে নিয়মিত সাহিত্যচর্চাও চলত।
-
প্রথম প্রকাশকাল: ১৮৩১ (সাপ্তাহিক)
-
পুনর্মুদ্রণ: ১৮৩৬
-
প্রথম দৈনিক প্রকাশ: ১৮৩৯
-
বিশেষ ভূমিকা: সংবাদ প্রকাশের পাশাপাশি সাহিত্য চর্চার ক্ষেত্রেও অবদান
-
উল্লেখযোগ্য সাহিত্যিকদের প্রাথমিক রচনা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের রচনা প্রথম প্রকাশিত হয় এ পত্রিকায়
-
অন্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন

0
Updated: 1 month ago