The two cities in A Tale of Two Cities are -
A
London and Manchester
B
London and Paris
C
Paris and New York
D
Paris and Geneva
উত্তরের বিবরণ
The two cities mentioned in are London and Paris.
• A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- এই Novel টিতে London and Paris city দুইটিকে ঘিরে কাহিনি গড়ে উঠেছে।
- ফরাসী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এই উপন্যাসটি।
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর ।
• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Sydne Carton,
- Lucie Manette,
- Charles Darnay,
- Dr. Alexandre Manette,
- Madame Defarge.
• উপন্যাসের বিখ্যাত উক্তি সমূহ -
- “It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” (First Line)
- "It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known." (last Line)
• Charles Dickens:
- তিনি একজন British novelist.
- He is generally considered the greatest of the Victorian era.
• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers.

0
Updated: 1 month ago
What does Pip finally learn about true gentility?
Created: 1 week ago
A
It comes from wealth
B
It comes from power
C
It comes from kindness and loyalty
D
It comes from marriage
বাংলা ব্যাখ্যা: Pip শেষে বুঝতে পারে—Joe আর Magwitch-ই আসল ভদ্র। কারণ তারা ছিল সৎ ও ভালোবাসায় ভরা।

0
Updated: 1 week ago
What lesson does Pip learn at the end of the novel?
Created: 1 week ago
A
Wealth brings happiness
B
Social class is permanent
C
True worth lies in love and loyalty, not wealth
D
Ambition always leads to success
বাংলা ব্যাখ্যা: পিপ ছোটবেলায় স্বপ্ন দেখে ভদ্রলোক হওয়ার, ধনী হওয়ার, এস্টেলাকে বিয়ে করার। এজন্য সে নিজের সাধারণ জীবনকে অবহেলা করে। কিন্তু শেষে যখন জানতে পারে তার দাতা একজন অপরাধী, তখন তার স্বপ্ন ভেঙে যায়। অসুস্থতা, ঋণ আর অপমানের মধ্য দিয়ে সে বোঝে—আসল ভদ্রতা হলো সততা, ভালোবাসা, কৃতজ্ঞতা। Joe ও Magwitch-এর নিঃস্বার্থ ভালোবাসাই তাকে এই শিক্ষা দেয়। Dickens পাঠককে বোঝান—সত্যিকারের “gentleman” টাকা দিয়ে হয় না, হৃদয়ের গুণেই হয়।

0
Updated: 1 week ago
What is Pip’s greatest weakness?
Created: 1 week ago
A
Laziness
B
Pride and ambition
C
Violence
D
Dishonesty
বাংলা ব্যাখ্যা: Pip ধনী ও ভদ্রলোক হওয়ার স্বপ্নে নিজের শিকড়কে লজ্জা পেয়েছিল। তার অহংকার ও উচ্চাশা তাকে কষ্টে ফেলে। Dickens বোঝান, অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা।

0
Updated: 1 week ago