ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?
A
কর্ম
B
ধাতু
C
প্রত্যয়
D
বিভক্তি
উত্তরের বিবরণ
ধাতু বা ক্রিয়ামূল
-
যে শব্দ দিয়ে কোনো কাজ বা কার্য বোঝায়, তাকে বলা হয় ক্রিয়াপদ।
-
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় “ধাতু” বা “ক্রিয়ামূল”।
-
ধাতু তিন ধরনের হতে পারে:
-
মৌলিক ধাতু – যেমন: খা (খাওয়া), যাও (যাওয়া)
-
সাধিত ধাতু – মূল ধাতু থেকে বানানো ধাতু
-
যৌগিক ধাতু – একাধিক ধাতু মিলিয়ে তৈরি হয়
-
ক্রিয়াপদ কীভাবে গঠিত:
-
একটি ক্রিয়াপদ বিশ্লেষণ করলে সাধারণত দুটি অংশ পাওয়া যায়:
-
ধাতু বা ক্রিয়ামূল
-
ক্রিয়া-বিভক্তি
যেমন: করলাম → ‘কর’ (ধাতু) + ‘লাম’ (ক্রিয়া-বিভক্তি)
-
কর্ম:
-
যে জিনিস বা ব্যক্তি কোনো কাজের উপর প্রভাব ফেলে বা কাজটি যার উপরে হয়, তাকে বলে কর্ম।
উদাহরণ: রানা বই পড়ে। এখানে “বই” হলো কর্ম।
বিভক্তি:
-
পদের সঙ্গে যুক্ত এমন কিছু শব্দাংশ, যা কারক বা ক্রিয়ার সময় বোঝায়, তাকে বিভক্তি বলে।
-
বিভক্তি দুই রকম:
-
ক্রিয়া-বিভক্তি – যেমন: করলাম → “লাম” হলো ক্রিয়া-বিভক্তি
-
কারক-বিভক্তি – যেমন: কৃষকের → “এর” হলো কারক-বিভক্তি
-
প্রত্যয়:
-
শব্দ বা ধাতুর শেষে এমন কিছু শব্দাংশ যুক্ত হয়, যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু নতুন শব্দ তৈরি করে, এগুলোকে প্রত্যয় বলে।
-
উদাহরণ:
-
বাঘ + আ = বাঘা
-
দিন + ইক = দৈনিক
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
0
Updated: 3 months ago
'উদর সম্পর্কিত' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
ঔদনিক
B
ঔদ্ধারিক
C
ঔদবাহিক
D
ঔদরিক
ঔদরিক
-
প্রকার: বিশেষণ পদ
-
অর্থ: উদর-সম্বন্ধীয়, উদরসর্বস্ব, উদরপরায়ণ, পেটুক
-
উদাহরণ: ‘উদর সম্পর্কিত’ বিষয়কে এক কথায় বলা যায় ঔদরিক।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ:
-
ঔদনিক: পাচক; সূপকার
-
ঔদবাহিক: বিবাহসংক্রান্ত, বৈবাহিকসূত্রে প্রাপ্ত
-
ঔদ্ধারিক: উদ্ধারবিষয়ক, ঋণ পরিশোধসংক্রান্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'কর্তিত' শব্দটি কোন ধাতু যোগে গঠিত?
Created: 2 months ago
A
কৃৎ
B
কর্
C
কৃ
D
কথ্
সংস্কৃত মূল ধাতু (Sanskrit Root Verbs)
সংজ্ঞা
-
যে সব ক্রিয়াপদ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে, সেগুলোকে সংস্কৃত মূল ধাতু বলা হয়।
-
এই ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া-বিশেষ্য বা ক্রিয়া-বিশেষণ গঠিত হয়।
উদাহরণ
| সংস্কৃত ধাতু | বাংলা পদ/সাধিত পদ |
|---|---|
| কৃ | কুত, কর্তব্য |
| কৃৎ | কর্তন, কর্তিত |
| কথ | কথ্য, কথিত |
| অঙ্ক | অঙ্কন, অঙ্কিত |
| খাদ্ | খাদন, খাদিত |
| হস্ | হাস্য, হসিত |
| পঠ | পঠন, পঠিত |
| দৃশ্ | দর্শন, দর্শিত |
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 2 months ago
'শোচনীয়' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√শুচ্ + নীয়
B
√শোচ্ + অনীয়
C
√শোচ্ + নীয়
D
√শুচ্ + অনীয়
কৃৎ প্রত্যয়: অনীয় (অনীয়র)
অর্থ: যোগ্য বা কর্তব্য বোঝাতে ব্যবহার হয়। এই কৃৎ প্রত্যয়টি বিশেষণ শব্দ গঠনে ব্যবহৃত হয়।
উদাহরণ:
| ধাতু (মূল শব্দ) | কৃৎ + অনীয় | অর্থ/ব্যাখ্যা |
|---|---|---|
| √কৃ | করণীয় | করা যাইবার যোগ্য |
| √দৃশ্ | দর্শনীয় | দেখা যাইবার যোগ্য |
| √শুচ | শোচনীয় | শোক প্রকাশ করার যোগ্য |
| √স্মৃ | স্মরণীয় | মনে রাখার যোগ্য |
| √পালি | পালনীয় | পালন করার যোগ্য |
| √বৃ | বরণীয় | গ্রহণ করার যোগ্য |
আরও উদাহরণ:
-
মাননীয়
-
পূজনীয়
-
পানীয়
-
গ্রহণীয়
-
রমণীয়
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago