হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
A
ব্রুনেই
B
মালয়েশিয়া
C
সিংগাপুর
D
তানজানিয়া
উত্তরের বিবরণ
হালিমা ইয়াকুব ছিলেন সিঙ্গাপুরের প্রথম নারী রাষ্ট্রপতি ও অষ্টম প্রেসিডেন্ট। তিনি ২০১৭ সালের সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন এবং ২০২৩ সালে ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম তাঁর স্থলাভিষিক্ত হন।
-
প্রেসিডেন্ট পদ সিঙ্গাপুরে মূলত প্রতীকী বা আলংকারিক।
-
প্রেসিডেন্ট দেশের পুঞ্জীভূত আর্থিক রিজার্ভ তদারকি করেন, নির্দিষ্ট বিষয়ে ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন এবং দুর্নীতিবিরোধী তদন্ত অনুমোদন করেন।
-
এই পদে প্রার্থী হওয়ার জন্য কঠোর যোগ্যতা শর্ত রয়েছে।
-
সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্দলীয় হতে হয়।
সিঙ্গাপুর সম্পর্কে:
-
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ধনী নগররাষ্ট্র।
-
রাজধানী: সিঙ্গাপুর সিটি।
-
মুদ্রা: সিঙ্গাপুরীয় ডলার।
-
বর্তমান প্রধানমন্ত্রী: লরেন্স ওং।
-
বর্তমান প্রেসিডেন্ট: থারমান শানমুগারাতনাম।
-
দেশটি একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল এবং ১৯৫৯ সালে স্বশাসিত হয়।
অতিরিক্ত তথ্য:
-
আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ, যিনি ১৯৫৯ সালে প্রধানমন্ত্রী হন এবং ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।
-
তাঁর নেতৃত্বেই সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হয়।

0
Updated: 16 hours ago
কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
Created: 1 week ago
A
লন্ডন
B
প্যারিস
C
ব্রাসেলস
D
ফ্রাঙ্কফুর্ট
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) হল ইউরো মুদ্রার কেন্দ্রীয় নিয়ন্ত্রক এবং এটি মূলত ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে। এর উদ্ভব এবং কার্যক্রমের ধারাবাহিকতা নিম্নরূপ:
-
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক ধারণা এসেছে ১৯৮৮ সালে, যখন Economic and Monetary Union (EMU) গঠনের প্রক্রিয়া শুরু হয়।
-
১৯৯৪ সালে European Monetary Institute (EMI) প্রতিষ্ঠিত হয়, যা ECB-এর পূর্বসূরী হিসেবে কাজ করে।
-
১ জুন, ১৯৯৮ সালে আমস্টারডাম চুক্তির মাধ্যমে ECB আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, EMI-এর উত্তরসূরী হিসেবে।
-
১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করা হয়।
-
ECB-এর সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মূল কার্যাবলী হলো:
-
EU অঞ্চলে একটি স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করা।
-
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা করা।
-
নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করা।
-
ইউরো নোট ইস্যু ও সরবরাহ করা।
-
ইউরো মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত তথ্য:
-
ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস এবং লুক্সেমবার্গে অবস্থিত।
-
EU-এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে।
-
বর্তমানে EU-এর সদস্য দেশ সংখ্যা ২৭টি।

0
Updated: 1 week ago
GATT-এর অধীনে কয়টি বাণিজ্য আলোচনার জন্য রাউন্ড অনুষ্ঠিত হয়?
Created: 5 days ago
A
৫টি
B
৪টি
C
৭টি
D
৮টি
GATT চুক্তি (General Agreement on Tariffs and Trade) হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণের জন্য গঠিত একটি চুক্তি।
-
স্বাক্ষর ও কার্যকর: ১৯৪৭ সালের ৩০ অক্টোবর, জেনেভা, সুইজারল্যান্ডে ২৩টি দেশের অংশগ্রহণে স্বাক্ষরিত; ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়
-
নীতি: Most-Favored-Nation (MFN), অর্থাৎ চুক্তি স্বাক্ষরিত প্রত্যেক দেশ সমান মর্যাদা পায়
-
উদ্দেশ্য: শুল্ক হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্য প্রসার এবং বাণিজ্য সহজীকরণ
-
রাউন্ড: ১৯৪৭–১৯৯৩ পর্যন্ত মোট ৮টি রাউন্ড অনুষ্ঠিত
-
পরিণতি: ১৯৯৫ সালে উরুগুয়ে রাউন্ডের শেষে, GATT-এর নীতির ভিত্তিতে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠিত হয়, যা GATT-এর নীতিগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করে

0
Updated: 5 days ago
দ্যাগ হ্যামারশোল্ড কত সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
Created: 5 days ago
A
১৯৬১ সালে
B
১৯৬৩ সালে
C
১৯৬৯ সালে
D
১৯৭১ সালে
দ্যাগ হ্যামারশোল্ড ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং সুইডেনের নাগরিক।
-
মহাসচিব পদে দায়িত্বকাল: ১৯৫৩–১৯৬১
-
বিশেষ সম্মান: মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার, ১৯৬১
-
মৃত্যু: ১৮ সেপ্টেম্বর, ১৯৬১, কঙ্গোতে শান্তি মিশনের সময় বিমান দুর্ঘটনায়, তানজানিয়ার আরুশার কাছে
-
বৈশিষ্ট্য: জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রবর্তন করা হয়েছে

0
Updated: 5 days ago