"কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারন"-অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন?
A
Development as Freedom
B
Women and Human Development
C
Development through Disposition
D
Development, Environment and Power
উত্তরের বিবরণ
অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর ‘Development as Freedom’ গ্রন্থে বলেছেন— “কেবল আয়ের অভাব নয়, বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ।”
অর্থাৎ দারিদ্র্য শুধু আর্থিক ঘাটতির বিষয় নয়; এটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, সুযোগ এবং স্বাধীনতার ঘাটতির প্রতিফলনও বটে।
-
অমর্ত্য সেন একজন ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক।
-
তিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান দারিদ্র্য ও দুর্ভিক্ষবিষয়ক গবেষণার জন্য।
-
১৯৫১ সালে আইএসসি পরীক্ষায় প্রথম হয়ে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এবং পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।
-
১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ট্রিনিটি কলেজের মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
-
তিনি Economists for Peace and Security সংস্থার একজন ট্রাস্টি।
-
তিনিই প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি অক্সব্রিজ কলেজের প্রধান হন এবং পরবর্তীতে নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।
-
২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাঁকে অনূর্ধ্ব ষাট বছর বয়সী ভারতীয় বীর হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০১০ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
-
তাঁর গ্রন্থসমূহ ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
-
তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ “The Idea of Justice”, যা জন রলসের ‘A Theory of Justice (1971)’-এর তত্ত্বের সমালোচনামূলক বিশ্লেষণ ও পুনর্গঠন।

0
Updated: 17 hours ago
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
Created: 2 months ago
A
দুর্ভিক্ষ ও দারিদ্র্য
B
উন্নয়নের গতিধারা
C
মাইক্রোক্রেডিট
D
বৈদেশিক সাহায্য
অমর্ত্য সেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক, যিনি দারিদ্র্য ও দুর্ভিক্ষ বিষয়ে তার গভীর গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
শিক্ষাজীবনে তিনি ছিলেন অসাধারণ মেধাবী। ১৯৫১ সালে আইএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখান থেকে পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ইংল্যান্ডে, যেখানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।
অধ্যাপনার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও অমর্ত্য সেন রেখেছেন অসামান্য অবদান। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন, এবং তিনিই প্রথম ভারতীয় যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন। এছাড়াও তিনি নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদেও অধিষ্ঠিত ছিলেন এবং 'ইকোনমিস্টস ফর পিস অ্যান্ড সিকিউরিটি' নামক সংগঠনের একজন ট্রাস্টি হিসেবেও যুক্ত ছিলেন।
তার ব্যক্তিত্ব ও প্রভাবের বিস্তৃতি বিশ্বজুড়ে। ২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে "ষাটের নিচে বয়সী ভারতীয় বীরদের" একজন হিসেবে স্বীকৃতি দেয়। পরে ২০১০ সালে তিনি টাইমের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান পান।
অমর্ত্য সেন একজন বিশ্লেষণধর্মী লেখকও বটে। তার লেখা বইগুলো বিশ্বের ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার অন্যতম বিখ্যাত গ্রন্থ The Idea of Justice—যেখানে তিনি জন রলসের 'A Theory of Justice'–এর তত্ত্বকে বিশ্লেষণ ও পুনর্মূল্যায়নের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।
উৎস:
১. ব্রিটানিকা
২. বিবিসি

0
Updated: 2 months ago