'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
উত্তরের বিবরণ
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।
0
Updated: 3 months ago
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
Created: 3 months ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।
0
Updated: 3 months ago
'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ -
Created: 1 month ago
A
নীয়মান
B
দূরপনেয়
C
অনুভূয়মান
D
অনপনেয়
নিচে প্রদত্ত শব্দগুলোর অর্থ整理 করা হলো।
-
যা বহন করা যাচ্ছে – নীয়মান
-
যা অপনয়ন করা যায় না – অনপনেয়
-
যা অনুভব করা হচ্ছে – অনুভূয়মান
-
যা অপনয়ন করা কষ্টকর – দূরপনেয়
0
Updated: 1 month ago
'পরার্থে নিজের প্রাণ উৎসর্গ' এর এক কথায় প্রকাশ -
Created: 1 month ago
A
আধ্যাত্মিক
B
কৃতার্থম্মন্য
C
আত্মসর্বস্ব
D
আত্মবলি
‘পরার্থে নিজের প্রাণ উৎসর্গ’ এর এক কথায় প্রকাশ: আত্মবলি
‘নিজেকে নিয়ে সদাব্যস্ত’: আত্মসর্বস্ব
‘নিজেকে কৃতার্থ বলে মনে করে এমন’: কৃতার্থম্মন্য
‘আত্মা থেকে জাত’: আধ্যাত্মিক
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago