নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়?
A
তিমুর লিস্টি
B
দক্ষিন সুদান
C
ওয়েস্টার্ন সাহারা
D
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
উত্তরের বিবরণ
ওয়েস্টার্ন সাহারা আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিতর্কিত ও জনবিরল মরুভূমি অঞ্চল, যা এখনো স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়নি। এটি জাতিসংঘের সদস্য নয়, বরং জাতিসংঘ একে "Non-self-governing territory" হিসেবে স্বীকৃতি দিয়েছে।
-
অবস্থান ও বৈশিষ্ট্য: আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত মরুভূমি অঞ্চল।
-
বৃহত্তম শহর: লায়াউন।
-
ঔপনিবেশিক ইতিহাস: স্পেনের উপনিবেশ ছিল (Spanish Sahara); ১৯৭৫ সালে স্বাধীনতা ঘোষণা করে।
-
সংঘর্ষ: মরক্কো অঞ্চলের বড় অংশ দখল করে নেয়, ফলে পোলিসারিও ফ্রন্ট নামের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে দীর্ঘ যুদ্ধ চলে।
-
যুদ্ধবিরতি ও পুনরায় সংঘর্ষ: ১৯৯১ সালে মরক্কো ও পোলিসারিওর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ২০২০ সালে সংঘর্ষ আবার শুরু হয়।
-
জাতিসংঘের অবস্থান: সদস্য নয়; "Non-self-governing territory" হিসেবে তালিকাভুক্ত।
অন্যদিকে নিচের তিনটি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র—
-
তিমুর-লিস্টি (পূর্ব তিমুর): ২০০২ সালে যোগ দেয়।
-
দক্ষিণ সুদান: ২০১১ সালে যোগ দেয় (সর্বশেষ সদস্য)।
-
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক: ১৯৬০ সালে যোগ দেয়।
জাতিসংঘ সম্পর্কিত মূল তথ্য—
-
পূর্ণ নাম: United Nations Organization (UNO)।
-
পূর্বসূরী: League of Nations।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫।
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর, ১৯৪৫।
-
স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
-
মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
দাপ্তরিক ভাষা: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি।
-
কার্যকরী ভাষা: ইংরেজি ও ফ্রেঞ্চ।

0
Updated: 17 hours ago
ন্যাটোর সর্বশেষ সদস্য পদ লাভ করে কোন দেশ? [আগস্ট , ২০২৫]
Created: 3 weeks ago
A
ফিনল্যান্ড
B
উত্তর মেসিডোনিয়া
C
সুইডেন
D
কোনটি নয়
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ১২টি
-
বর্তমান সদস্য দেশ: ৩২টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
মুসলিম সদস্য দেশ: তুরস্ক (১৯৫২), আলবেনিয়া (২০০৯)
-
সর্বশেষ সদস্য দেশ: সুইডেন, ২০২৪ সালে যোগদান
-
ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে গঠিত আন্তঃসরকারি সামরিক জোট
-
লক্ষ্য: পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা
-
মূলমন্ত্র: "A mind unfettered in deliberation"
-
ন্যাটোর গঠনতন্ত্র ও চুক্তি শুধুমাত্র সদস্য দেশগুলোর জন্য প্রযোজ্য
উৎস:

0
Updated: 3 weeks ago
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
Created: 2 months ago
A
১৯৩
B
১৮৯
C
১৭০
D
১৭৫
জাতিসংঘ (United Nations) সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ।
-
এটি পূর্ববর্তী জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী প্রতিষ্ঠান।
-
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
-
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
-
স্বাক্ষর অনুষ্ঠানের স্থান ছিল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো।
-
বর্তমানে জাতিসংঘের মহাসচিব পদে রয়েছেন আন্তোনিও গুতেরেস।
-
এর সদরদপ্তর অবস্থিত ম্যানহাটন, নিউ ইয়র্ক শহরে, যুক্তরাষ্ট্রে।
-
জাতিসংঘের মোট ছয়টি দাপ্তরিক ভাষা আছে: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।
-
এর মধ্যে কার্যকরী ভাষা হিসেবে ইংরেজি ও ফ্রেঞ্চ ব্যবহৃত হয়।
-
প্রতিষ্ঠাকালে মোট ৫১টি দেশ সদস্য ছিল।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৩টি হয়েছে।
-
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক হিসেবে দুটি সত্ত্বা রয়েছে: ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?
Created: 2 months ago
A
১৮৩
B
১৮৮
C
১৯৩
D
১৯৭
জাতিসংঘ
-
বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য।
-
দক্ষিণ সুদান হলো জাতিসংঘের সর্বশেষ (১৯৩তম) সদস্য দেশ, যা ২০১১ সালের ১৪ জুলাই যোগ দেয়।
জাতিসংঘের জন্ম ও ইতিহাস
-
১৯৪৫ সালের ২৪ অক্টোবর, জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
এর আগে, ১৯৪৫ সালের ২৬ জুন, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে এই সনদে স্বাক্ষর করা হয়।
-
প্রথমদিকে ৫১টি দেশ ছিল জাতিসংঘের সদস্য।
-
এখন এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩টি (জুলাই ২০২৫ পর্যন্ত)।
জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
-
এর স্থপতি ছিলেন ডব্লিউ হ্যারিসন।
বাংলাদেশের অংশগ্রহণ
-
বাংলাদেশ জাতিসংঘে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।
-
বাংলাদেশ ছিল ১৩৬তম সদস্য দেশ।
তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago