নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে সাক্ষরিত হয়?
A
১৯৩৯
B
১৯৪৩
C
১৯৪৯
D
১৯৬০
উত্তরের বিবরণ
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) একটি সামরিক জোট, যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটনে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে পশ্চিম ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক প্রতিরক্ষা জোরদার করা।
-
পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট)
-
গঠনের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত
-
প্রকৃতি: একটি সামরিক সহযোগিতামূলক নিরাপত্তা জোট
-
প্রতিষ্ঠার তারিখ: ৪ এপ্রিল, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি দেশ
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে
-
মুসলিম সদস্য দেশ: আলবেনিয়া ও তুরস্ক
-
চুক্তির ধারা: মোট ১৪টি
ন্যাটো চুক্তির অধীনে সদস্য রাষ্ট্রগুলো পরস্পরের প্রতি সামরিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং নিজেদের বাহিনীকে সর্বদা প্রস্তুত রাখে।

0
Updated: 17 hours ago
সামরিক ভাষায় WMD-এর পূর্ণরূপ কী?
Created: 2 weeks ago
A
Weapons of Modern Design
B
World Military Defense
C
World Medical Department
D
Weapons of Mass Destruction
WMD হলো Weapons of Mass Destruction, যা গণবিধ্বংসী অস্ত্র বোঝায়। সামরিক ভাষায় এটি এমন অস্ত্রকে নির্দেশ করে যা বৃহৎ পরিসরে ধ্বংস ও মানব জীবনের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় ১৯৩৭ সালে, বোমারু বিমানের ব্যাপক ধ্বংসের ক্ষমতা বর্ণনা করতে।
-
Weapons of Mass Destruction-এ অন্তর্ভুক্ত অস্ত্রসমূহ:
-
Nuclear Weapon (পারমাণবিক অস্ত্র)
-
Chemical Weapon (রাসায়নিক অস্ত্র)
-
Biological Weapon (জৈবিক অস্ত্র)
-
-
২০০৩ সালে WMD থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে আক্রমণ করেছিল
উৎস:

0
Updated: 2 weeks ago
Quad জোটের সদস্য দেশ কয়টি? [আগস্ট - ২০২৫]
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
Quad (Quadrilateral Security Dialogue)
• Quad হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের একটি কৌশলগত ফোরাম
• পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue
• গঠন: ২০০৭ সালে, কিন্তু দীর্ঘদিন কোনো তৎপরতা ছিল না
• পুনঃসক্রিয়করণ: ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে
• সর্বশেষ বৈঠক: ২৪ মে ২০২২
• মূল উদ্দেশ্য: ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে নৌপথে অবাধ চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করা
সূত্র: অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট

0
Updated: 1 month ago
D-8 (Developing Eight)- সদস্যদেশের অন্তর্ভুক্ত নয় কোন দেশ? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
পাকিস্তান
B
তুরস্ক
C
বাংলাদেশ
D
ইরাক
D-8 (Developing Eight) সংস্থা
D-8 হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির জন্য গঠিত একটি জোট।
মূল তথ্যসমূহ:
-
গঠনকাল: ১৫ জুন, ১৯৯৭।
-
সদর দপ্তর: ইস্তানবুল, তুরস্ক।
-
সদস্য দেশসমূহ: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
-
বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
-
শীর্ষ সম্মেলন: প্রতি দুই বছরে অনুষ্ঠিত হয়।
-
D-8 সদস্যদেশের মধ্যে ইরাক অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 1 month ago