বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়?
A
সিলেট
B
চট্টগ্রাম
C
মৌলভীবাজার
D
পঞ্চগড়
উত্তরের বিবরণ
বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুসারে দেশে মোট ১৭০টি নিবন্ধিত চা-বাগান রয়েছে। এসব বাগান দেশের বিভিন্ন জেলায় বিস্তৃতভাবে অবস্থিত।
-
মৌলভীবাজার জেলায় রয়েছে ৯০টি চা-বাগান।
-
হবিগঞ্জ জেলায় রয়েছে ২৫টি।
-
সিলেট জেলায় রয়েছে ১৯টি।
-
চট্টগ্রাম জেলায় রয়েছে ২২টি।
-
রাঙ্গামাটি জেলায় রয়েছে ২টি।
-
পঞ্চগড় জেলায় রয়েছে ১১টি।
-
ঠাকুরগাঁও জেলায় রয়েছে ১টি।
-
খাগড়াছড়ি জেলায় রয়েছে ১টি।

0
Updated: 18 hours ago
Demographic Dividend বলতে কী বুঝায়?
Created: 18 hours ago
A
শিশু মৃত্যুহার হ্রাস
B
জন্মহার শূনের কোটায় আনা
C
জনসংখ্যার অধিকাংশ বেকার
D
কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হলো এমন একটি অবস্থা, যখন কোনো দেশের কর্মক্ষম জনসংখ্যা (১৫-৬৪ বছর বয়সী) মোট জনসংখ্যার অর্ধেকের বেশি হয়। এ সময় নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ বৃদ্ধি পায়।
-
অর্থ: যখন ১৫-৬৪ বছর বয়সী জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের বেশি হয়, তখন সেটিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়।
-
অবস্থা: এই পর্যায়ে নির্ভরশীল জনগোষ্ঠী (১৫ বছরের নিচে ও ৬৪ বছরের ওপরে) কর্মক্ষম জনগোষ্ঠীর তুলনায় কম থাকে।
-
বাংলাদেশের অবস্থা: বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ সময় অতিক্রম করছে।
-
তথ্যসূত্র: বিবিএসের ২০২২ সালের জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৯১১ জন, যার মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠী ১১ কোটি ৭ লাখ (৬৫.২৩%)।
-
ভবিষ্যৎ সম্ভাবনা: জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মতে, বাংলাদেশ ২০৫০ সাল পর্যন্ত এই লভ্যাংশের সুবিধা ভোগ করবে।
-
গুরুত্ব: এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো গেলে একটি দেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করতে পারে।

0
Updated: 18 hours ago
কোন এলাকাকে 'Marine Protected Area (MPA)' ঘোষণা করা হয়েছে?
Created: 1 week ago
A
সেন্টমার্টিন
B
সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা
C
পটুয়াখালী ও বরগুনা
D
হিরন পয়েন্ট
Marine Protected Area (MPA) সংক্রান্ত বিষয়টি হলো সেন্টমার্টিন দ্বীপ ও এর আশেপাশের সমুদ্রসীমাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করার উদ্যোগ। এই পদক্ষেপ মূলত পরিবেশ রক্ষা ও সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
-
সেন্টমার্টিন দ্বীপ এবং এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রটেক্টেড এরিয়া (MPA) হিসেবে ঘোষণা করা হয়েছে।
-
এর আগে, ১৯৯৯ সালে ৫৯০ হেক্টর এলাকা সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছিল, যেটি তখন ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ নামে পরিচিত ছিল।
-
নতুন ঘোষণার মধ্যে বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রও অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
এই উদ্যোগের উদ্দেশ্য হলো অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিনচালিত নৌকার চলাচল নিয়ন্ত্রণ, মাছ আহরণের মাত্রা নিয়ন্ত্রণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ রোধ, প্রবাল উপনিবেশের সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা।

0
Updated: 1 week ago
নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে?
Created: 1 week ago
A
কবি
B
নাট্যকার
C
কণ্ঠশিল্পী
D
ভাস্কর
নভেরা আহমেদ (মার্চ ২৯, ১৯৩৯ – মে ৬, ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী ভাস্কর, যিনি আধুনিক ভাস্কর্যশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের একজন অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর হিসেবে স্বীকৃত।
-
তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অগ্রদূত ছিলেন।
-
১৯৯৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে তার অবদানের স্বীকৃতি দেয়।
-
মৃত্যুর প্রায় ৪৫ বছর পূর্ব পর্যন্ত তিনি প্যারিসে বসবাস করেন, যেখানে তিনি আন্তর্জাতিক শিল্পমঞ্চে নিজের স্থান তৈরি করেন।

0
Updated: 1 week ago