বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্ব প্রথম কে অবস্থান করেন?
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
প্রধান উপদেষ্টা
D
প্রধান বিচারপতি
উত্তরের বিবরণ
জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত। এই তালিকায় সরকারি ও সাংবিধানিক পদগুলোর একটি নির্দিষ্ট পদক্রম নির্ধারিত আছে, যা রাষ্ট্রীয় অনুষ্ঠান ও প্রোটোকল অনুসারে মানা হয়।
১. রাষ্ট্রপতি (President of the Republic)
-
২. প্রধানমন্ত্রী (Prime Minister)
-
৩. জাতীয় সংসদের স্পিকার (Speaker of the Parliament)
-
৪. বাংলাদেশের প্রধান বিচারপতি ও প্রাক্তন রাষ্ট্রপতিগণ
-
৫. কেবিনেট মন্ত্রিগণ; কেবিনেটের প্রধান হুইপ; সংসদের ডেপুটি স্পিকার; সংসদে বিরোধী দলের নেতা
-
৬. পদমর্যাদায় মন্ত্রিসভার সমমানের পদে থাকা ব্যক্তিবর্গ
-
৭. বিশেষ দূত ও বাংলাদেশে নিযুক্ত কমনওয়েলথ দেশের হাইকমিশনারগণ
-
৮. প্রধান নির্বাচন কমিশনার; পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান; সংসদে বিরোধী দলের ডেপুটি নেতা; সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকগণ; রাষ্ট্রের রাজ্য মন্ত্রীগণ; সংসদের হুইপ
ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে মোট ২৫টি পদক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

0
Updated: 18 hours ago
কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে?
Created: 6 days ago
A
৪র্থ সংশোধনী
B
দ্বাদশ সংশোধনী
C
ত্রয়োদশ সংশোধনী
D
ষোড়শ সংশোধনী
দ্বাদশ সংশোধনী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যার মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিলুপ্ত করে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। ১৯৯১ সালের ৬ই আগস্ট জাতীয় সংসদে এই সংশোধনী পাস হয় এবং এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কাঠামোতে মৌলিক পরিবর্তন আসে।
-
দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু:
১. রাষ্ট্রপতি হন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান, অর্থাৎ তিনি রাষ্ট্রের প্রতীকী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
২. প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী বা সরকার প্রধান, যিনি সরকারের কার্যক্রম পরিচালনা করেন।
৩. মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে, জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকে; অর্থাৎ সরকারের জবাবদিহিতা সংসদের প্রতি প্রতিষ্ঠিত হয়। -
অতিরিক্ত প্রাসঙ্গিক তথ্য:
১. চতুর্থ সংশোধনীর মাধ্যমে ১৯৭৫ সালে সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল।
২. ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়।
৩. ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৭২ এর ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপন করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

0
Updated: 6 days ago
বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়?
Created: 18 hours ago
A
সিলেট
B
চট্টগ্রাম
C
মৌলভীবাজার
D
পঞ্চগড়
বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুসারে দেশে মোট ১৭০টি নিবন্ধিত চা-বাগান রয়েছে। এসব বাগান দেশের বিভিন্ন জেলায় বিস্তৃতভাবে অবস্থিত।
-
মৌলভীবাজার জেলায় রয়েছে ৯০টি চা-বাগান।
-
হবিগঞ্জ জেলায় রয়েছে ২৫টি।
-
সিলেট জেলায় রয়েছে ১৯টি।
-
চট্টগ্রাম জেলায় রয়েছে ২২টি।
-
রাঙ্গামাটি জেলায় রয়েছে ২টি।
-
পঞ্চগড় জেলায় রয়েছে ১১টি।
-
ঠাকুরগাঁও জেলায় রয়েছে ১টি।
-
খাগড়াছড়ি জেলায় রয়েছে ১টি।

0
Updated: 18 hours ago
কোন এলাকাকে 'Marine Protected Area (MPA)' ঘোষণা করা হয়েছে?
Created: 1 week ago
A
সেন্টমার্টিন
B
সেন্টমার্টিন এবং এর আশেপাশের এলাকা
C
পটুয়াখালী ও বরগুনা
D
হিরন পয়েন্ট
Marine Protected Area (MPA) সংক্রান্ত বিষয়টি হলো সেন্টমার্টিন দ্বীপ ও এর আশেপাশের সমুদ্রসীমাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করার উদ্যোগ। এই পদক্ষেপ মূলত পরিবেশ রক্ষা ও সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
-
সেন্টমার্টিন দ্বীপ এবং এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে মেরিন প্রটেক্টেড এরিয়া (MPA) হিসেবে ঘোষণা করা হয়েছে।
-
এর আগে, ১৯৯৯ সালে ৫৯০ হেক্টর এলাকা সংরক্ষিত হিসেবে ঘোষণা করা হয়েছিল, যেটি তখন ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ নামে পরিচিত ছিল।
-
নতুন ঘোষণার মধ্যে বঙ্গোপসাগরের ৭০ মিটার গভীর সমুদ্রও অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
এই উদ্যোগের উদ্দেশ্য হলো অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিনচালিত নৌকার চলাচল নিয়ন্ত্রণ, মাছ আহরণের মাত্রা নিয়ন্ত্রণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ রোধ, প্রবাল উপনিবেশের সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা।

0
Updated: 1 week ago