‘বীজন' শব্দের অর্থ কী?
A
মন্দজন
B
জনহীন
C
বীজবপন
D
পাখা
উত্তরের বিবরণ

0
Updated: 18 hours ago
Ad-hoc এর অর্থ কী?
Created: 3 weeks ago
A
তদর্থক
B
অস্থায়ী
C
শপথপত্র
D
ক ও খ উভয়ই
লাতিন শব্দ Ad hoc এর মানে হলো for this বা “একমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে”।
বাংলায় এর অর্থ দাঁড়ায় তদর্থক বা অস্থায়ী। অর্থাৎ কোনো নির্দিষ্ট কাজ বা পরিস্থিতি মোকাবিলার জন্য গঠিত বা করা হয়, যা স্থায়ী নয়।
যেমন: Ad-hoc committee মানে “তদর্থক/অস্থায়ী কমিটি”, যা কেবল একটি বিশেষ সমস্যার সমাধানের জন্য তৈরি হয়।
বিকল্প বিশ্লেষণ:
-
ক) তদর্থক → সঠিক
-
খ) অস্থায়ী → সঠিক
-
গ) শপথপত্র → ভুল
-
ঘ) ক ও খ উভয়ই → সঠিক উত্তর

0
Updated: 3 weeks ago
অম্বর শব্দের অর্থ–
Created: 1 month ago
A
পৃথিবী
B
মেঘ
C
আকাশ
D
জল
অম্বর শব্দের অর্থ - আকাশ, গগণ, আসমান, নভঃ, শূন্য, ব্যোম, অন্তরীক্ষ, অনন্ত, নভোমন্ডল, দ্যু ইত্যাদি। তাই সঠিক উত্তর : আকাশ।

0
Updated: 1 month ago
'কুবলয়' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
কবুতর
B
ময়ূর
C
পদ্ম
D
অগ্নি
‘কুবলয়’ এবং ‘পদ্ম’ সম্পর্কিত শব্দ
১. কুবলয় (বিশেষ্য পদ)
-
ভাষা: সংস্কৃত
-
অর্থ: নীলপদ্ম, পদ্ম, নলিনী, উৎপল
২. পদ্ম শব্দের সমার্থক শব্দ
-
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
সূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago